PSL 2025: জম্মু কাশ্মীরের পেঁহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের উপর কড়া ব্যাবস্থা নেবে বলে জানিয়ে দিয়েছিল। গত বুধবার ভোরেই পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনারা। আর ভারতের এই অপারেশন সিন্দুরের পর, পাকিস্তানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, এর ফলে কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় সেনারা এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন ‘সিঁদুর’। এরপর বৃহস্পতিবার আবার একের পর এক ডজন ডজন ড্রোন হামলায় কেঁপে উঠেছিল গোটা পাকিস্তান। করাচি থেকে শুরু করে লাহোর, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির মতন শহরে বিস্ফোরণ ঘটেছে।
বন্ধ হচ্ছে PSL

একদিকে ভারতীয়রা আইপিএল অবহে বেশ আনন্দিত তো অন্যদিকে পাকিস্তানে চলছে পাকিস্তান সুপার লীগ। এদিন, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছেই ঘটেছিল বিস্ফোরণ। যার ফলে কেঁপে ওঠে শহর বাসী। বৃহস্পতিবার এই মাঠেই পাকিস্তান সুপার লীগের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর এই ম্যাচে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল। চলতি পিএসএল মৌসুমের সম্প্রসারণ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ক্রিকবাজ ও ফ্যানকোডের মতন জনপ্রিয় ওয়েবসাইট। তার ফলে বেশ অনেকটাই দর্শক কমেছে পিএসএলের। এবার পিএসএলে করাচির অধিনায়ক হলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner) এবং পেশোয়ারের অধিনায়ক হলেন বাবর আজম (Babar Azam)। এই বিস্ফোরণের পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও টুর্নামেন্ট বন্ধ করার সিদ্ধান্ত না নিলেও তারা খেলা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
Read More: পহেলগাঁওয়ে জঙ্গিহানার জেরেই বন্ধ হলো ভারতে PSL-এর সম্প্রচার, বড় সিদ্ধান্ত ক্রিকেট সংস্থার !!
ডেভিড ওয়ার্নারের দলে একাধিক বিদেশি ক্রিকেটার রয়েছেন। মোহম্মদ নবী (Mohammed Nabi), জেমস ভিন্স (James Vines), টিম সেইফার্ড প্রমুখ তাবড় তাবড় খেলোয়াড়রা রয়েছেন। অন্যদিকে পেশোয়ারে, টম কোহলার ক্যাডমোর, লুক উড, আলজারি জোসেফদের মতন খেলোয়াড়রা রয়েছেন। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন খেলোয়াড় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ইতিমধেই ইংল্যান্ডের খেলোয়াড়রা তাদের দেশের ক্রিকেট বোর্ডের কাছেও আবেদন করেছেন। ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ডেভিড উইলি (David Willey) এবং ক্রিস জর্ডান তাদের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসকে জানিয়েছেন যে তারা দেশে ফিরতে চান কারণ তাদের দল ইতিমধ্যেই প্লেঅফ থেকে ছিটকে পড়েছে এবং তাদের মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে।
বাড়ি ফেরার পরিকল্পনা শুরু বিদেশি খেলোয়াড়দের
সূত্রের খবর, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। এবার পাকিস্তান সুপার লিগের (PSL) ম্যাচগুলি রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান এবং লাহোরে নির্ধারিত রয়েছে। ফাইনাল সহ মোট ৩৪টি ম্যাচ হওয়ার কথা ছিল এবারের আইপিএলে। আপাতত ২৬টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে, এখনও লীগের ৪টি ও নক আউটের চারটি করে ম্যাচ বাঁকি। সূত্রের দাবি পিএসএল এই মুহূর্তে বন্ধ না হলেও বাঁকি ম্যাচগুলো করাচিতে অনুষ্ঠিত হতে পারে।