আগামী মাস থেকেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দল মুখিয়ে রয়েছে শিরোপা নিজেদের নাম করতে। আর এই পরিস্থিতিতে, ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের আলোচনায় ভিসা বিতর্ক। বিগত কয়েক দিন ধরে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার নতুন করে বিতর্কে জড়াল মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান পেসারকে ঘিরে তৈরী হলো নয়া বিতর্ক। বিশ্বকাপের জন্য দেওয়া হলো না ভিসা।
USA- দলের তারকা পেসার আলি খানের অভিযোগ, বিশ্বকাপের জন্য ভারত তাঁকে এখনও ভিসা দেয়নি। ২০২৪ সালের বিশ্বকাপে আমেরিকার পারফরম্যান্স ছিল অন্যতম চমক। পাকিস্তানের মতন দলকে বিশ্বকাপের মঞ্চে পরাস্ত করেছিল তারা। ক্রিকেট মানচিত্রে নতুন করে নিজেদের পরিচিত করিয়েছিল এই দল। যদিও আমেরিকার ক্রিকেট দলের বড় অংশই দক্ষিণ এশীয় ও ইউরোপীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গঠিত। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। এই দলের অন্যতম প্রধান ভরসা আলি খান। পাকিস্তানে জন্ম হলেও তাঁর ক্রিকেট ক্যারিয়ার গড়ে উঠেছে আমেরিকায়।
Read More: BCCI’এর কর্তার সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, ২০ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন বীরেন্দ্র সেহবাগ !!
আলি খানের ভিসা নিয়ে ধোঁয়াশা

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুবাদে তিনি ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিত। কিন্তু সেই ভারতেই এবার তাঁর প্রবেশ অনিশ্চিত। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আলি খান জানান, ভারতীয় ভিসার জন্য আবেদন করলেও এখনও অনুমোদন মেলেনি। তাঁর এই মন্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠছে—পাক বংশোদ্ভূত পরিচয়ই কি সমস্যার মূল কারণ? শুধু আলী খান নন, দলে আরও অনেক পাকিস্তানী খেলোয়াড়রা রয়েছেন।
আমেরিকার সম্ভাব্য বিশ্বকাপ দলে থাকা সায়ান জাহাঙ্গীর, মহম্মদ মহসিন ও এহসান আদিলও পাকিস্তানি বা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। ফলে তাঁদের ক্ষেত্রেও একই জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা। এই প্রথম নয়, আগেও একাধিক পাক বংশোদ্ভূত ক্রীড়াবিদ ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। ইংল্যান্ডের শোয়েব বশির, শাকিব মেহমুদের উদাহরণ সেই কথাই মনে করিয়ে দেয়। যদিও বিষয়টি আইসিসির নজরে এলে দ্রুত সমাধান হবে বলেই আশা করা হচ্ছে।