akram-lauds-shah-rukh-love-for-kkr

২০০৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সাথে জড়িয়ে রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। দলের বহু ওঠানামার সাক্ষী থেকেছেন তিনি। সাফল্যে যেমন মেতেছেন আনন্দে, তেমন ব্যর্থতায় হয়েছেন ক্রিকেটারদের সমব্যথী। দলমালিক হিসেবে কখনোই ক্রিকেটার বা কোচিং স্টাফদের সাথে জড়ান নি সংঘাতে। দলগঠন বা দলের অভ্যন্তরের কার্যকলাপে হস্তক্ষেপ করেন না শাহরুখ (Shah Rukh Khan), বারবার বলতে শোনা গিয়েছে নাইট রাইডার্স’কে তিন বার আইপিএল ট্রফি জেতানোর কারিগর গৌতম গম্ভীরকে। তবে ক্রিকেটীয় বিষয়ে নাক না গলালেও মাঠের বাইরে খেলোয়াড়দের যাবতীয় প্রয়োজন, খুঁটিনাটি দিকে কড়া নজর থাকে শাহরুখের। সম্প্রতি পাকিস্তানী সংবাদমাধ্যম ভি ইউ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন নাইটদের প্রাক্তন বোলিং পরামর্শদাতা ওয়াসিম আক্রম (Wasim Akram)।

Read More: IPL 2025 MI vs LSG Toss Report in Bengali: টসে জয় লক্ষ্ণৌ’র, মুম্বইকে হারাতে এক্সপ্রেস পেসারকে দলে ফেরালেন ঋষভ’রা !!

দলের জন্য জানকবুল শাহরুখের-

Jacques Kallis and Wasim Akram | Image: Twitter
Jacques Kallis and Wasim Akram | Image: Twitter

২০১২ থেকে ২০১৬ সাল অবধি কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলিং কোচ হিসেবে ছিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। ঐ পাঁচ বছরে বলিউড বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan) খুব কাছ থেকে দেখেছিলেন পাক প্রাক্তনী। দলের প্রতি তিনি কতটা নিবেদিত প্রাণ তা উপলব্ধি করার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০১২’র একটি ঘটনা সম্প্রতি সামনে এনেছেন ‘সুলতান অফ স্যুইং।’ তিনি বলেছেন, “সম্ভবত ২০১২ সালের ঘটনা। আমাদের নক-আউট ম্যাচ ছিলো কলকাতাতে। আমার মনে আছে যে আমাদের বেশ কয়েক জায়গা ঘুরে তারপর কলকাতা যেতে হত। শাহরুখ খান ছিলেন সেখানে। আমি ওনাকে বলেছিলাম, ‘খান সাহেব একটা অনুরোধ রয়েছে। ছেলেরা বড্ড কাহিল হয়ে পড়বে। কাল পৌঁছব, পরশুই ম্যাচ। একটা প্রাইভেট বিমান ভাড়া করা হলে সুবিধা হত।’”

আক্রমের অনুরোধে সম্মতি দিতে এক মুহূর্ত’ও দেরী করেন নি শাহরুখ (Shah Rukh Khan)। তিনি প্রত্যুত্তরে জানান, “ছেলেরা ক্লান্ত হয়ে পড়বে? কোনো সমস্যা নেই।” এক ঘন্টার মধ্যে দলের জন্য একটি বোয়িং বিমান হাজির করেছিলেন ‘কিং খান,’ জানিয়েছেন পাক কিংবদন্তি। মাদকাসক্তি একটা সময় তাঁকে ডুবিয়ে দিয়েছিলো অন্ধকারে। সেখান থেকে আলোর সরণিতে ফিরতে শাহরুখ খান (Shah Rukh Khan) যে তাঁকে সাহায্য করেছিলেন তাও জানিয়েছেন আক্রম (Wasim Akram)। আত্মজীবনী ‘সুলতান’-এ লিখেছেন, “রিহ্যাব থেকে বেরোনোর পর আমি নিজেকে শান্ত রাখতে চেয়েছিলাম, দৃঢ়প্রতিজ্ঞ রাখতে চেয়েছিলাম। সেই সময়ই শাহরুখ খান আমায় কলকাতা নাইট রাইডার্সের কোচ হওয়ার প্রস্তাব দেন-এটাই সিনিয়র স্তরে কোচ হিসেবে আমার প্রথম চাকরি ছিলো।”

চলতি বছরে ছন্দে নেই KKR-

Kolkata Knight Riders | Shah Rukh Khan | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

আক্রম কোচিং স্টাফের অংশ থাকাকালীন দুই বার (২০১২ ও ২০১৪) আইপিএল (IPL) জিতেছিলো শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় সাফল্যের জন্য অপেক্ষা করতে হয় এক দশক। ২০২৪ সালে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে এসেছিলো খেতাব। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছিলো কলকাতা। ২০২৫-এ অবশ্য সেই পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারে নি তারা। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে নাইট বাহিনী। জিতেছে মাত্র ৩টি। হেরেছে ৫টি ম্যাচ। আর অমীমাংসিত থেকেছে আরও একটি। মোট ৭ পয়েন্ট নিয়ে লীগ তালিকার সপ্তম স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লীগ পর্বের বাকি পাঁচটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৫। প্লে-অফের জন্য তা যথেষ্ট  হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

Also Read: IPL 2025: “ঘরের টিম নাকি….”, মুম্বাইয়ের মাঠে রোহিত শর্মার দাদাগিরি, শার্দুল ঠাকুরকে শোনালেন কু-কথা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *