ভালো খেলেও তৃতীয় টেস্ট থেকে বাদ পড়বেন আকাশদীপ, এই তারকা ছিনিয়ে নেবেন জায়গা !! 1

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভরাডুবির পর টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিয়েছে। প্রথম টেস্টে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হয়েছে। এবার দ্বিতীয় টেস্টটি ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টনে খেলা হচ্ছে। ইতিমধ্যেই তৃতীয় দিনের খেলার পরিসমাপ্তি ঘটেছে। ভারতীয় দল ইংল্যান্ডের থেকে ২৫০’এর বেশি রানে এগিয়ে রয়েছে। ভারতীয় দল চাইবে ইংল্যান্ডের সামনে বড় লক্ষমাত্রা রাখতে। ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে পরাস্ত করে সিরিজে সমতা ফেরাতে চাইবে।

দ্বিতীয় টেস্টে দুরন্ত বোলিং করলেন আকাশ দীপ

Ind vs eng
Akash Deep | Image: Getty Images

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে তিনটি পরিবর্তন নিয়েই অভিযান শুরু করেছিল। প্রথম টেস্টে সেভাবে ছন্দ দেখাতে ব্যার্থ হয়েছিলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং সাই সুদর্শন (Sai Sudharsan)। দ্বিতীয় টেস্টে এই দুই খেলোয়াড়কে বদলে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুজনের বদলে ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) এবং নীতিশ রেড্ডি (Nitish Reddy) জায়গা করে নিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং তাঁর বদলেই দলে এন্ট্রি নিয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)। বাংলার আকাশ দীপ অস্ট্রেলিয়াতেও দলে জায়গা করে নিয়েছিলেন।

Read More: IND vs ENG 2nd Test: “DSP’র রোষে ইংল্যান্ড…” সিরাজের ঝুলিতে ৬ উইকেট, শুভেচ্ছায় ভাসালো সোশ্যাল মিডিয়া !!

অস্ট্রেলিয়াতে ব্যাট হাতে, বুমরাহের সাথে একটি পার্টনারশিপে ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিল। এবার ইংল্যান্ডে তিনি বল হাতে ম্যাজিক দেখালেন। ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই বেন ডাকেট (Ben Duckett) ও অলি পোপকে (Ollie Pope) প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন দুই দলের মধ্যেই। এরপর আবার ভয়ংকর হতে থাকা হ্যারি ব্রুক (Harry Brook) ও জেমি স্মিথের (Jamie Smith) ৩০২ রানের পার্টনারশিপ ভেঙে দেন আকাশ। আকাশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন।

তৃতীয় টেস্টে জায়গা হারাবেন আকাশ

Ind vs eng
Akash Deep | Image: Getty Images

আকাশের এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও তৃতীয় টেস্টে তাঁর জায়গা নিয়ে রয়েছে সংশয়। ভারতীয় দলের তারকা পেসারকে তৃতীয় টেস্টে সুযোগ দেওয়া হবে না। লর্ডস টেস্টে ভারতীয় দলে ফিরবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) বদলে দলে এন্ট্রি নেবেন এবং আকাশদীপের বদলে দলে জায়গা করে নেবেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। আসলে ইংল্যান্ডের এই পরিস্থিতিতে একজন বামহাতি সুইং বোলার বেশ কার্যকর হতে পারে, সে কারণে অর্ষদীপ এখানে জায়গা করে নিতে পারেন।

Read Also: IND vs ENG 2nd Test: আইসিসি’র নিয়ম ভেঙে বিতর্কে শুভমান, হতে পারেন নির্বাসিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *