IND vs AUS: মেলবোর্ন টেস্টে পরাজয়ের পর ভারতীয় দলের কাছে শেষ সুযোগ হতে চলেছে সিডনি টেস্ট জয় করার। মেলবোর্নে হারার পর ভারতীয় দল সিরিজে ২-১ ব্যাবধানে পিছিয়ে পরেছে। ভারতকে শেষ ম্যাচটি যেকোনো মূল্যেই জয়লাভ করতে হবে। গতবার সিডনিতে দুর্দান্ত ফাইট ব্যাক দেখিয়ে ড্র করেছিল ভারত। এবার পালা সিডনিতে অজিদের পরাস্ত করে আবার বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের নামে করার। তবে, শেষ টেস্টের আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার আকাশ দীপ (Akash Deep)। চোটের কারণে সিডনি টেস্ট খেলতে পারবেন না আকাশ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনীতে কোচ গম্ভীর জানিয়ে দিলেন সেই কথা।
শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার
ভারত ব্যাটিংয়ে গভীরতা পাওয়ার জন্য আকাশ দীপকে দলে সুযোগ দিয়েছিল। চলতি সিরিজেও বেশ দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন তিনি। যদিও, তাকে শেষ ম্যাচে দেখতে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে, তার বদলে গম্ভীরের প্রিয় হার্ষিত রানা (Harshit Rana) খেলেন কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) খেলে তা দেখার বিষয়। গম্ভীর সাংবাদিক সম্মেলনীতে আকাশকে নিয়ে ধোঁয়াশা দূর করেন। মন্তব্য করে তিনি বলেন, “পিঠের চোটের জন্য সিডনিতে আকাশ দীপ নেই।” যে কারণে ভারতীয় দলে একটি বদল অবশ্যম্ভাবী।
Read More: IND vs AUS 5th Test: সিডনি টেস্ট থেকে বাদ রোহিত শর্মা, কনফার্ম করলেন খোদ কোচ গম্ভীর !!
পার্থ টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। তবে দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ব্যার্থ হয়েছিলেন তিনি। তাকে একেবারে ছন্দহীন মনে হয়েছে। এমনকি, তাকে দ্বিতীয় টেস্টে লম্বা স্পেলে বোলিং করার জন্য বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এরপর ব্রিসবেন টেস্টে হর্ষিতকে বসিয়ে আকাশ দীপকে (Akash Deep) দলে নেওয়া হয়। মেলবোর্ন টেস্টেও সুযোগ পেয়েছিলেন আকাশ। তবে ফর্মে থাকা সত্ত্বেও সিডনিতে চোটের কারণে আকাশের খেলা হচ্ছে না।
বুমরাহের উপর থাকবে গুরুদায়িত্ব
প্রসঙ্গত, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একটানা বোলিং করছেন, যে কারণে তাকে বেশ ক্লান্ত লাগছে। তার উপর নিতান্তই চাপ তৈরি হয়েছে। ভারতীয় দলের হয়ে এই সিরিজে সর্বাধিক উইকেট তিনিই পেয়েছেন। মোট ৩০টি উইকেট পেয়েছেন বুমরাহ। পঞ্চম টোস্টে মোহাম্মদ সিরাজকেও দেখতে পাওয়া যাবে। আকাশের জায়গায় দেখা যেতে পারে হার্ষিত রানাকে। এছাড়া সিডনিতে দুই স্পিনারদের উপরে ভরসা দেখাবে টিম ইন্ডিয়া।