শিভম দুবে
হার্দিক পাণ্ডিয়া যখন আহত ছিলেন তো শিভম দুবেকে ভারতীয় ওয়ানডে আর টি-২০ দলে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তার প্রদর্শন সেই সময় খুব ভালো ছিল না। এরপর যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল নির্বাচিত হয় তো সিরিজে হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তন হয় আর শিবম দুবে বাদ পড়েন। শিবমের কাছে নিজেকে প্রমান করার জন্য আইপিএল ২০২০ ছিল, কিন্তু যদি এই লীগ না হয়, তো শিবম দুবের কাছে টি-২০ বিশ্বকাপে নিজের দাবী পেশ করার সুযোগ থাকবে না।
ক্রুণাল পাণ্ডিয়া
ক্রুণাল পাণ্ডিয়া আইপিএলে রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। ক্রুণাল নিজের দুর্দান্ত প্রদর্শনের সৌজন্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে বেশকিছু ম্যাচ জিতিয়েছেন। ভারতের হয়েও তিনি খেলেছেন আর কিছু ম্যাচে তিনি নিজেকে প্রমানও করেছেন। তবে রবীন্দ্র জাদেজার টি-২০ দলে প্রত্যাবর্তন হওয়ার কারণে তাকে এখন দলের বাইরে রাস্তা দেখানো হয়েছে। তবে যদি আইপিএল ২০২০ হয় আর ক্রুণাল ভালো প্রদর্শন করেন তো কোথাও না কোথাও ক্রুণাল পান্ডিয়ারও ভারতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ যথেষ্ট বেশি বেড়ে যাবে।