Team india
Suryakumar Yadav | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় ২০ ওভারের দল বর্তমানে আতস কাঁচের তলায় রয়েছে। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে চলতি সিরিজে একাধিক ক্রিকেটার এখনও ব্লু ব্রিগেডদের ভরসা দিতে পারছেন না। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েও দলে সুযোগ পাচ্ছেন শুভমান গিলের (Shubman Gill) মতো তারকা। আজ প্রোটিয়াদের বিপক্ষে ভারতীয় দল তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নামতে চলেছে। এই ম্যাচে গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন বলে মনে করা হচ্ছে। তার আগেই অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Read More: সৌরভ গাঙ্গুলীর দিকে উড়ে এল খালি বোতল, যুবভারতীতে একটুর জন্য বাঁচলেন মহারাজ !!

ধারাবাহিকভাবে ব্যর্থ সূর্যকুমার-

Ind vs aus
Suryakumar Yadav | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে অবসর নেওয়ার পর এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সূর্যকুমার যাদব‌। তার নেতৃত্বে ভারতীয় দল ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ এবং এশিয়া কাপের (Asia Cup 2025) মতো টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চাপের মুখে পড়েছেন এই তারকা। উল্লেখ্য এশিয়া কাপে ৭ ম্যাচে মাত্র ৭২ রান করেন।

এরপর অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার হতাশাজনক পারফর্ম্যান্স বজায় থাকে। অজিদের বিপক্ষে এই তারকা ৫ ম্যাচে গড়েন মাত্র ৮৪ রান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও দলকে ব্যাটিং অর্ডারে ভরসা দিতে ব‌্যর্থ হচ্ছেন‌। সিরিজের প্রথম ম্যাচে কটকে ১১ বলে ১২ রানের ইনিংস খেলেন। এরপর চন্ডীগড়ে গুরুত্বপূর্ণ সময় সকলে যখন তার কাছে থেকে ভরসাযোগ্য ইনিংস আশা করেছিল তখন মাত্র ৫ রান করে দলকে চাপের মুখে ফেলে দেন।

সূর্যকুমারকে নিয়ে মন্তব্য-

সূর্যকুমার যাদব asia cup 2025
Suryakumar Yadav | Image: Getty Images

ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর এই তারকা ব্যাটসম্যান বর্তমানে সমালোচনার মুখে পড়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra) সূর্যকুমাযকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন। তিনি এক আলোচনায় বলেন, “আপনি দলের অধিনায়ক। কিন্তু অধিনায়কের কাজ শুধু টস করা বোলারদের সামলানো বা কৌশল তৈরি করা নয়। আপনি যদি প্রথম ৪’এর মধ্যে ব্যাটিং করেন তাহলে অবশ্যই আপনার প্রথম ভূমিকা হল রান করা।”

তিনি আরও বলেন, “আপনার গড় যদি ১৭ ইনিংসে ১৪ হয়, স্ট্রাইক রেট যদি ভালো না হয়, আপনার যদি একটিও হাফ সেঞ্চুরি না থাকে এবং মাত্র দুবার ২৫ রান অতিক্রম করেন তাহলে জাতীয় দল সমস্যার মধ্যে পড়বে।” উল্লেখ্য এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দেশের হয়ে ৯৭ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ২৭৭১ রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৬৪।

Read Also: “হার্দিকের আত্মহত্যা করা উচিত..’, গম্ভীরের অদ্ভুত পরিকল্পনা নিয়ে কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *