হার্দিক পান্ডিয়ার কান্ড দেখে রেগে আগুন আকাশ আম্বানি, ভাইরাল ভিডিও !! 1

IPL 2025: এক রোমাঞ্চকর ম্যাচের পরিসমাপ্তি ঘটলো লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (LSG vs MI) মধ্যে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মুম্বাইকে ১২ রানে পরাস্ত করলো লখনৌ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই আগ্রাসী ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছিল লখনৌ দলের দুই ওপেনার মিচেল মার্স (Mitchell Marsh) এবং এইডেন মার্কারামের (Aiden Markram) ব্যাট থেকে। দুজন পাওয়ার প্লের মধ্যে ৬৯ রান বানিয়ে ফেলেছিলেন। ব্যাট হাতে কেবলমাত্র ৩১ বলে ৬০ রানের একটি দুরন্ত ইনিংস খেলছিলেন মার্শ।

১২ রানে ম্যাচ জিতলো লখনৌ

Ipl 2025
LSG vs MI | Image: Getty Images

তাছাড়া লখনৌয়ের হয়ে ৫৩ রানের ইনিংসটি খেলেছিলেন এইডেন মার্করাম। আয়ুশ বাদনীর ৩০ এবং ডেভিড মিলারের ২৭ রানে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ২০৩ রান বানিয়ে ফেলে লখনৌ দল। মুম্বইয়ের পক্ষ থেকে সর্বাধিক ৫ উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বড় রানের লক্ষমাত্রা তাড়া করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বই পল্টন। ব্যাট হাতে মুম্বইয়ের ভাইস ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৪৩ বলে ৬৭ এবং নমন ধীর (Naman Dhir) ২৪ বলে ৪৬ রান বানান। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রানের। শার্দূল ঠাকুরের ক্রিপন বোলিংয়ে কেবলমাত্র ১১ রান বানাতেই সক্ষম হয়েছিলেন হার্দিক ও তিলক।

ম্যাচ জেতাতে ব্যার্থ হার্দিক

Ipl 2025
Hardik Pandya | Image: Getty Images

তবে শেষ ওভারে ঘটে নাটকীয় মুহূর্ত, শেষ ওভারে হার্দিক পান্ডিয়া এবং মিচেল স্যান্টনার ব্যাটিং করছিলেন। মুম্বাইকে জেতার জন্য প্রয়োজন ছিল ২২ রানের। শেষ ওভারে বোলিং করতে এসেছিলেন আবেশ খান। প্রথম বলেই অফ স্ট্যাম্পের বাইরে লো ফুল টস বলে ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। পাঁচ বলে যখন ১৬ রানের প্রয়োজন তখন হার্দিক ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে খেলে দুটি রান চুরি করে নেন। এরপর পরবর্তী বলে আবার দুরন্ত একটি ইয়র্কার ডেলিভারি করেন হার্দিককে। বলটি স্কয়ার লেগ অঞ্চলের দিকে ঠেলে দিয়েছিলেন হার্দিক তবে সেখানে কেবলমাত্র উপলব্ধ ছিল একটি রান। সেই রান নিতে গিয়ে মিচেল স্যান্টনার প্রায় মাঝ পিচ পর্যন্ত চলে গিয়েছিলেন। তবে স্ট্রাইকে থাকা হার্দিক পান্ডিয়া স্যান্টনারকে ফিরে যেতে বলেন যার পরেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আকাশ আম্বানির একটি মুহূর্ত। হার্দিক স্যান্টনারকে ফিরে যেতে বলায় রেগে যান আকাশ আম্বানি যা মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দেখেনিন ভিডিও

Read Also: IPL 2025: “খুশির দিন শুরু…” ল‌খনউয়ের বিপক্ষে হার্দিকের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *