sarfaraz khan

Sarfaraz Khan: ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা হয়েছে আগেই। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটার। একই সঙ্গে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কওয়াড় ও যশস্বী জয়সওয়াল। আবারও উপেক্ষিত সরফরাজ খান। সুনীল গাভাস্কার এবং আকাশ চোপড়া সহ বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি সরফরাজ খানের দলে নির্বাচিত না হওয়ার জন্য নির্বাচকদের সমালোচনা করেছেন। এরপরই বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়ে দেন, দুর্বল ফিটনেস ও আচরণ সমস্যার জন্য সরফরাজকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না। তবে এবার সময় বদলাতে চলেছে সরফরাজের। কারণ, নির্বাচক প্রধান হয়েছেন আজিত আগারকার।

Read More: ফিরলো ঋষভ পন্থের ঘটনার স্মৃতি, গুরুতর সড়ক দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ও তাঁর পুত্র !!

এই কারণে ভাগ্য খুলবে সরফরাজের

Sarfaraz Khan

সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তবে কেন তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়াতে নির্বাচিত করা হয়নি? রঞ্জি মরশুমে ৯০০-র বেশি রান করে তাহলে তাকে নির্বাচন না করা বোকামি। তবে অজিত আগারকার নির্বাচক প্রধানের আসনে বসায় চিত্র অনেকটাই পাল্টে যাবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আইপিএলে সরফরাজ ও আগারকার একই সঙ্গে কাজ করেছে। তাই বর্তমানের নির্বাচক প্রধান ও সরফরাজ দু’জন দুজনকে ভালোভাবেই চেনেন ও জানেন।

তাই ভারতীয় দলে সুযোগ পাওয়ার পিছনে এই দিল্লি ফ্যাক্টর কাজ করবে। এর পাশাপাশি সরফরাজ ও আগারকার, দু’জনেই মুম্বাইয়ের খেলোয়াড়। তাই ঘরের প্লেয়ারকে সুযোগ দিতে সচেষ্ট হবেন নতুন রির্বাচক প্রধান। সব মিলিয়ে আগারকার আসায় সরফরাজের ভাগ্যের চাকা ঘুরে যাবে বলে মত বিভিন্ন মহলের। ভারতের হয়ে তাই তার মাঠে নামাট শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এক নজরে সরফরাজের পারফরমেন্স

Sarfaraz khan, ajit agarkar
Sarfaraz Khan | Image: Getty Images

উল্লেখযোগ্যভাবে, রঞ্জি ট্রফি ২০২৩ মরশুমের ৯ ইনিংসে ৫৫৬ রান করেছিলেন সরফরাজ খান। এই মরশুমে সরফরাজ খানের গড় ছিল ৯২.৬৬। ৭২.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন এই তরুণ ব্যাটসম্যান। এ ছাড়া সরফরাজ খান ৩ বার সেঞ্চুরি পেরিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নির্বাচিত হননি এই খেলোয়াড়। তবে এবার সময় বদলাতে চলেছে তার। আগারকারের নির্বাচক কমিটি তাকে টিম ইন্ডিয়ার প্রথম দলে সুযোগ করে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Also Read: TOP 5: মুখ্য নির্বাচক পদে অজিত আগরকার, কেরিয়ারে তালা পড়তে চলেছে এই পাঁচ ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *