BCCI'এর বার্ষিক চুক্তিতে রদবদল, রোহিত–কোহলিকে কোণঠাসা করলেন আগরকর !! 1

BCCI: ভারতীয় ক্রিকেট মানেই শুধু মাঠের লড়াই নয়, বর্তমানে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক মিলিয়ে উঠে পড়ে লেগেছে দল নতুন করে গড়ে তুলতে। বছরের শুরুতে, ২০২৬–২৭ মরশুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা নিয়ে বিসিসিআই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সাম্প্রতিক প্রস্তাব – কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটেগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান আগরকর। এই প্রস্তাব বোর্ড মেনে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ভারতের চার তারকা ক্রিকেটাররা। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের A+ ক্যাটেগরিতে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই ক্যাটেগরি তুলে দিতে পারে বোর্ড। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। মুখ্য নির্বাচকদের প্রস্তাব অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নিলে আসন্ন বর্ষ থেকে কেবলমাত্র এ, বি ও সি ক্যাটেগরি থাকবে।

BCCI’এর সামনে কঠিনতম চুক্তি সিদ্ধান্ত

Ajit agarkar,
Ajit Agarkar | Image: Getty Images

বর্তমান কাঠামোতে A+ গ্রেড ছিল তিন ফরম্যাটে নিয়মিত খেলার পুরস্কার। কিন্তু বর্তমান আন্তর্জাতিক ক্যালেন্ডার, খেলোয়াড়দের ওয়ার্কলোড এবং চোট-আশঙ্কার যুগে সেই শর্ত ক্রমশ অবাস্তব হয়ে উঠেছে। আধুনিক ক্রিকেটাররা এখন নির্দিষ্ট ফরম্যাটে বিশেষজ্ঞ হতে চাইছেন – যা বিশ্ব ক্রিকেটেরই ট্রেন্ড। নির্বাচকদের যুক্তি যখন বাস্তবে ভূমিকা বদলেছে, তখন চুক্তির কাঠামো কেন বদলাবে না? নতুন কাঠামো অনুযায়ী খেলোয়াড় কত ম্যাচ খেলছেন, কতটা ধারাবাহিক, এবং দলের পরিকল্পনায় তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ – এসবের উপরই নির্ভর করবে গ্রেড। এর ফলে তরুণদের জন্য দরজা আরও খুলে যাবে।

Read More: “শাহরুখের মতোই জেহাদি..”, বিতর্কিত ভিডিও পোস্ট করায় রিঙ্কু সিং’এর বিরুদ্ধে FIR দায়ার !!

আর্শদীপ সিং ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। গ্রেড C থেকে B-তে তাঁর উন্নীত হওয়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই ধরা হচ্ছে। একইভাবে হর্ষিত রানার মতো উদীয়মান ক্রিকেটারদের জন্য এই পরিবর্তন বড় সুযোগ। ধারাবাহিক পারফরম্যান্স থাকলে দ্রুত উন্নতির পথ খুলে যাবে। তবে এই কাঠামোর উল্টো দিকও আছে। দীর্ঘদিন চোটে ভোগা মহম্মদ শামির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য পরিস্থিতি কঠিন। তরুণ পেসারদের উত্থানে নির্বাচকরা ঝুঁকছেন ভবিষ্যতের দিকে।

আগরকরের প্রস্তাবে নতুন ভারতীয় ক্রিকেট

Ajit Agarkar, world cup 2024, এশিয়া কাপ
Ajit Agarkar | Image: Getty Images

সবচেয়ে বড় বিতর্ক বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ঘিরে। রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা এখন আর তিন ফরম্যাটে সমানভাবে খেলছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, চোট এবং ফরম্যাট-নির্দিষ্ট পরিকল্পনার কারণে তাঁদের ভূমিকা বদলেছে। A+ উঠে গেলে বর্তমান গ্রেড A-ই হয়ে উঠবে সর্বোচ্চ স্তর, যার বার্ষিক মূল্য ৫ কোটি টাকা। সেই গ্রেডে জসপ্রীত বুমরাহ, শুভমান গিলদের মতো ক্রিকেটাররা সামনে আসবেন, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক। এই চুক্তি তালিকা বাস্তবায়িত হলে শুধু অর্থনৈতিক নথি নয়, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দর্শনের প্রতিচ্ছবি হয়ে থাকবে।

Read Also: “শাহরুখের মতোই জেহাদি..”, বিতর্কিত ভিডিও পোস্ট করায় রিঙ্কু সিং’এর বিরুদ্ধে FIR দায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *