সাম্প্রতিক সময় অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে প্রবেশ করার দৌড়ে নির্বাচকদের তালিকায় রয়েছেন। তার মধ্য থেকে আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল বাছাই করা খুবই কঠিন একটি কাজ ছিল। ফলে একাধিক যোগ্য ক্রিকেটার ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে অনেকেই মনে করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এশিয়া কাপের (Asia Cup 2025) দল থেকে বাদ পড়তে পারেন। এবার তার দলে থাকার বিষয়টি নিয়ে অজিত আগরকর বিস্ফোরক মন্তব্য করলেন।
Read More: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!
সঞ্জুকে নিয়ে আগরকরের মন্তব্য-

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসন (Sanju Samson) আইপিএলের মঞ্চে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিক সময় তিনি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি দলেও ফর্মে ছিলেন। এমনকি আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য প্রকাশিত ভারতীয় দলেও এই তারকা ব্যাটসম্যানকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র ভালো পারফর্মেন্সের জন্য নয় সঞ্জুকে ভারতীয় টি-টোয়েন্টি দলে কেন বাছাই করা হয়েছিল সেই বিষয়টি অজিত আগরকর (Ajit Agarkar) স্পষ্ট করলেন।
তিনি গতকাল সংবাদ সম্মেলনে বলেন, “সঞ্জুকে দলে নেওয়া হয়েছিল কারণ শুভমান গিল (Shubman Gill) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সেই সময় উপলব্ধ ছিলেন না। অভিষেক শর্মারও (Abhishek Sharma) বিষয়টি একই রকম ছিল। বর্তমানে অভিষেকের পারফর্মেন্স তাকে বাদ দেওয়া বিষয়টি কঠিন করে তুলেছে। সে ভালো বোলিংও করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে যখন দল বাছাই করা হয়েছিল তখন গিল সহ-অধিনায়ক ছিলেন। এখন যেহেতু তিনি উপলব্ধ তাই তাকে নির্বাচিত করা হয়েছে।”
একাদশ থেকে বাদ সঞ্জু-

গতকাল এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দল প্রকাশের সময় অজিত আগরকর (Ajit Agarkar) সঞ্জু স্যামসনের (Sanju Samson) আগে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জিতেশ শর্মার (Jitesh Sharma) নাম ঘোষণা করেছিলেন। অন্যদিকে আসন্ন এই টুর্নামেন্টে শুভমান গিলকে (Shubman Gill) সহ অধিনায়ক হিসাবে রাখা হয়েছে। ফলে নিশ্চিত যে তিনি টি-টোয়েন্টি একাদশে আবারও প্রত্যাবর্তন করতে চলেছেন। এই কারণেই মনে করা হচ্ছে সঞ্জুকে একাদশের বাইরে চলে যেতে হবে। আসন্ন এশিয়া কাপে গিল এবং অভিষেক শর্মাকে ওপেনিং করতে দেখা যাবে বলেও জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া (Aakash Chopra) এই বিষয়ে বলেন,“ভারতীয় দল একজন অল ফরম্যাটের অধিনায়কের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি ক্রিকেটারের বাছাই আর একজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করছে। গিলের ব্যাট থেকে হোক বা অজিত আগরকরের কলমের মাধ্যমে সঞ্জু স্যামসনের ভাগ্য ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। তিনি একাদশে থাকছেন না। এই ব্যাটসম্যানকে একাদশের বাইরে দেখা যাবে কারণ তিলক বর্মা (Tilak Varma) ৩ নম্বরে খেলবে এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাদের জায়গা ধরে রাখবে।”