অজিত আগারকারের দুই চোখের বালি গৌতম গম্ভীরের শিষ্য, দুর্দান্ত রেকর্ড থাকার পরেও দেয়নি বিশ্বকাপে সুযোগ !! 1

Ajit Agarkar: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে চলেছে টিম ইন্ডিয়া, তবে অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসের প্রথমবারের জন্য ফাইনাল ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের চিন্তার বিষয় হয়ে উঠেছে গুটিকয়েক ভারতীয় ব্যাটসম্যানদের ফর্ম। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), শিবম দুবে’দের (Shivam Dube) মতন প্লেয়াররা। যারা কিনা বেশ কয়েকদিন আগেই দুর্দান্ত ছন্দ ছিলেন তবে বর্তমান সময়ে ছন্দ হারিয়েছেন।

বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন পন্থ

Rishabh Pant , t20 world cup 2024
Rishabh Pant | Image: Getty Images

অন্যদিকে এবারের বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম কয়েকটি ম্যাচে ভালো প্রদর্শন দেখানোর পরে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছেন তিনি। তার এই ফ্লপ প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে একেরপর এক প্রশ্ন। নেটিজেনরা ভারতীয় দলের নির্বাচক অজিত আকারেরকে (Ajit Agarkar) নিয়ে বেশ প্রশ্ন তৈরি করেছে। মূলত চলতি বিশ্বকাপে উইকেটরক্ষক হিসাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) সুযোগ দেওয়া হয়েছিল। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলতে দেখা গিয়েছে পন্থকে। তবে এখনো পর্যন্ত তাকে সেই স্বাচ্ছন্দ বোধে দেখা যায়নি।

Read More: শুধুমাত্র দ্রাবিড় নয় ছাটাই হচ্ছে Ajit Agarkar’এর, প্রধান নির্বাচক রূপে এন্ট্রি নিচ্ছেন যুবরাজ সিং !!

রিঙ্কুকে উপেক্ষা করেছেন আগারকার

Rinku Singh, T20 world cup 2024, team India
Rinku Singh | Image: Getty Images

চলতি বিশ্বকাপে পন্থ ২৮.৫ গড় ও ১২৯.৫৫ স্ট্রাইক রেটে ১৭১ রান বানিয়েছেন। তবে এই ফরম্যাটে পন্থ ভারতের জার্সিতে ৭৩ ম্যাচে ২৩.১৬ গড়ে ও ১২৬.৯৭ স্ট্রাইক রেটে ১১৫৮ রান বানিয়েছেন। এরূপ পারফরমেন্সের পর পন্থকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আগারকার। তবে ফর্মে থাকা রিংকু সিংকে (Rinku Singh) দলে সুযোগ পেলেন না ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫ টি ম্যাচ খেলার সুযোগ এসেছে রিংকুর কাছে যেখানে ১১ টি ম্যাচে ব্যাটিং করে ৮৯ এর ঘরে এবং ১৭৬.২৪ স্ট্রাইক রেটে রিংকুর ব্যাট থেকে ৩৫৬ রান দেখা গিয়েছে। বিধ্বংসী পারফরমেন্সের পরেও তাকে উপেক্ষা করা হয়েছে। যার কারণে নেটিজেনরা রীতি মতন ক্ষুব্ধ হয়েছে অজিত আঘার করে উপর।

Read Also: বিশ্বকাপ ফাইনালের আগেই শেষ হলো কোচ রাহুল দ্রাবিড়ের কাজ, ভিডিও শেয়ার করে কনফার্ম করলো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *