ajit-agarkar-might-appoint-ruturaj-gaikwad-as-vice-captain-of-team-india-instead-of-hardik-pandya/

বর্তমানে টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (Worldcup 2023)। ভারতীয় দল চাইবে দীর্ঘ সময় ধরে আইসিসি ট্রফি না জয়ের খরা কাটাতে চাইবে। এই দুই মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে দায়িত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং তার ডেপুটি হিসাবে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কিছুদিন আগেই টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হয়েছেন অজিত আগকার (Ajit Agarkar)। নির্বাচক হওয়ার পর অজিত আগকারের চোখ ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে থাকবে। তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারার পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই কারণেই হিটম্যানের উপর থেকে অধিনায়কত্বের চাপ কমাতে টিম ম্যানেজমেন্ট প্রতিটি ফরম্যাটে নতুন অধিনায়ক করতে পারে। এমনকি নতুন সহ-অধিনায়ক ও বেছে নেবে ম্যানেজমেন্ট।

Read More: Asian Games 2023: এশিয়ান গেমসে এমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন, ৭ আইপিএল তারকা করতে চলেছে অভিষেক !!

পদ হারাতে পারেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya,
Hardik Pandya | Image: Getty Images

তবে, হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়ক হিসেবে চাইবেন না মুখ্য নির্বাচক অজিত আগারকার। তার বদলে বছর ২৬’এর তরুণ ওপেনারকে চাইবেন দায়িত্ব দিতে। বর্তমানে, হার্দিক পান্ডিয়া ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। এর আগে এই দায়িত্ব ছিল কেএল রাহুলের (KL Rahul)। কিন্তু তার খারাপ পারফরম্যান্সের কারণে তাকে এই দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়। একই সময়ে, হার্দিক পান্ডিয়ার পরে, ২৬ বছর বয়সী ঋতুরাজ গায়কওয়াড টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার। পাশাপাশি, এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব তাঁর হাতেই তুলে দিয়েছে বোর্ড ।

Read More:

ঋতুরাজ হবেন দলের নতুন ভাইস-ক্যাপ্টেন

Ruturaj Gaikwad, hardik pandya
Ruturaj Gaikwad | Image: Getty Images

ক্যাপ্টেন হওয়ার পর হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরম্যান্স অনেকটা খারাপ হয়ে গিয়েছে। ব্যাট ও বল হাতে রিতিমতন ব্যার্থ হয়েছেন তিনি। এর ফলে, ভবিষ্যতে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা নিশ্চিত করা কঠিন হবে। কারণ এখন বিসিসিআই আরও তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছে। চিনের হ্যাংঝৌয়ে বসবে এশিয়ান গেমসের আসর। আর এই এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় পুরুষ ক্রিকেট দল অংশগ্রহণ করতে চলছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এশিয়ান গেমসে ঋতুরাজ গায়কওয়াড়ের অধিনায়কত্বের পরিপ্রেক্ষিতে, বোর্ড এবং নির্বাচকরা ভবিষ্যতে তাকে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্বও হস্তান্তর করতে পারে, যার পরে সহ-অধিনায়কত্ব থেকে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে।

Read Also: World Cup 2023: “ভারতে যাওয়া বয়কট…” বিশ্বকাপ নিয়ে পাকিস্তান দলকে পরামর্শ দিলেন শাহীদ আফ্রিদি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *