এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের পর ভারতীয় দল এশিয়া কাপের মতো মঞ্চেও ট্রফি জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে একের পর এক ম্যাচ জয় করে ইতিমধ্যেই ব্লু ব্রিগেডরা এই টুর্নামেন্টের সুপার ৪’এ নিজেদের জায়গা করে নিয়েছে। এর মধ্যেই বিসিসিআই (BCCI) নতুন জার্সি স্পনসরের সঙ্গে চুক্তি করে বড়ো পদক্ষেপ গ্রহণ করেছে। এবার ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক সরে যেতে চলেছেন খবর সামনে এলো। অজিত আগরকরকে (Ajit Agarkar) সরিয়ে বড়ো পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Read More: Asia Cup 2025: বিতর্ককে পিছনে ফেলে জয় পাকিস্তানের, আমিরশাহীকে হারিয়ে মিললো সুপার ফোরের টিকিট !!
নির্বাচক প্যানেলে পরিবর্তন-

সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেট দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। এই বছর আইপিএল (IPL 2025) চলাকালীন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে দেখা যায়। তারা চাপে পড়ে সময়ের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বলে অভিযোগ সামনে এসেছিল। এর পিছনে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) চক্রান্ত ছিল বলে এখনও অনেকেই মনে করেন।
এর মধ্যেই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো দুরন্ত ফর্মে থাকা তারকা ক্রিকেটারকে টেস্ট দলে এবং বিশেষ করে টি-টোয়েন্টি দলে ফিরিয়ে না আনার বিষয়েও অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। সূত্র অনুযায়ী এই কারণেই এবার অজিত আগরকরকে (Ajit Agarkar) নির্বাচকদের প্যানেল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই ভারতীয় জাতীয় নির্বাচক দলে আরপি সিং (RP Singh) এবং প্রজ্ঞান ওঝাকে (Pragyan Ojha) নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তাদের ইতিমধ্যেই আবাদেন করার জন্য নির্দেশ দিয়েছে বিসিসিআই (BCCI)।
এশিয়া কাপে ভারতীয় দল-

চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য বিসিসিআই (BCCI) শক্তিশালী ১৫ সদস্যের দল সাজিয়েছে। এই দলে দীর্ঘদিন পর শুভমান গিলকে (Shubman Gill) ফিরিয়ে আনা হয়েছে। তিনি টুর্নামেন্টে অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে ব্লু ব্রিগেডরা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে মাঠে নামে তারা। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়েই মোট ২০ ওভারেরই খেলা হয়নি।
সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ৯ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জ্বলে ওঠে ভারতীয় দল (IND vs PAK)। পাক বাহিনী প্রথম ইনিংসে মাত্র ১২৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে অধিনায়ক অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। এর সঙ্গেই ব্লু ব্রিগেডদের হয়ে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এই অভিজ্ঞ স্পিনার ২ ম্যাচে মোট ৭ টি উইকেট সংগ্রহ করেছেন।