প্রধান নির্বাচকের পদ থেকে সরছেন অজিত আগরকর, বিসিসিআই নিল চরম পদক্ষেপ !! 1

ভারতীয় দলের সামনে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি (ICC) টুর্নামেন্ট রয়েছে। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া বিসিসিআই (BCCI)। এরপর ২০২৭ ওডিআই বিশ্বকাপে (ODI WC 2027) ভারতীয় দল মাঠে নামবে। কিন্তু তার আগেই দলের মধ্যে একাধিক সমস্যা কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছে। দল বাছাইয়ের ক্ষেত্রে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার‌ মুখে পড়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। এবার তাকে এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Read More: শ্রেয়সের গার্লফ্রেন্ডের সঙ্গে চক্কর চালাচ্ছেন ধনুষ, অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় নায়িকা !!

দলের হতাশাজনক পারফর্ম্যান্স-

পন্থ ভারত, ind vs sa
Team India | Image: Twitter

বর্তমানে ভারতীয় দলের অন্যতম চালক হিসাবে প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু তাদের ভূমিকা ব্লু ব্রিগেডদের জন্য সেইভাবে সাফল্য এনে দিচ্ছে না। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) ওডিআই দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার বদলে এই পদের জন্য বাছাই করা হয় শুভমান গিলকে (Shubman Gill)। এই সিদ্ধান্ত অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের রীতিমতো অবাক করেছিল।

এই সফরে একদিনের সিরিজে (India vs Australia ODI Series) হারের সম্মুখীন হয়েছিল ভারতীয় দল। এরপর ঘরের মাঠে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (India vc South Africa Test Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারিনি ঋষভ পান্থরা। দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট দল বড় ধাক্কা খেয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচেও কেএল রাহুলের নেতৃত্বে জয় তুলে নিতে ব্যর্থ হয় ভারত। এই ম্যাচের বোলিং আক্রমণ সমালোচনার মুখে পড়ে।

পদ হারাচ্ছেন অজিত আগরকর-

রবি শাস্ত্রী
Ajit Agarkar | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খান (Sarfaraz Khan), মহম্মদ শামি (Mohammed Shami), অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করলেও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। অন্যদিকে হর্ষিত রানাকে (Harshit Rana) প্রতিটি ফরম্যাটেই বাছাই করা হচ্ছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও টেস্ট দলে সুযোগ পাচ্ছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। ফলে স্বাভাবিকভাবেই প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভূমিকা সমালোচনার মুখে পড়েছে। সূত্র অনুযায়ী তাকে এই পদের থেকে সরানোর জন্য মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা।

ইতিমধ্যেই পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অজিত আগরকর যদি পদত্যাগ না করেন তাহলে তাকে বিকল্প পদ্ধতির মাধ্যমে অপসারণ করবে বিসিসিআই (BCCI)। খুব তাড়াতাড়ি এই পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকাও বর্তমানে আতশ কাঁচের তলায় রয়েছে। তার একাদশে একাধিক পরিবর্তন ঘটানো ভারসাম্য নষ্ট করছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সরব হয়েছেন।

Read Also: নতুন টেস্ট কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ, প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য নিয়ে চর্চা ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *