চলছে ক্রিকেটের মরশুম, এই মরশুমে ভারতীয় দলের ভাগ্য হয়নি সহায়। প্রথমত WTC ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল হার, ভারতকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বর্তমানে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে এবং ভারতীয় দল আপাতত ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে। ভারতীয় দল তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকায়। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্টের জন্য পূর্ণাঙ্গ দলই পাঠিয়েছে ভারত। দল থেকে বাদ পড়লেন চেতস্বর পূজারাকে (Cheteshwar Pujara)।
আরও পড়ুন- Ajit Agarkar: দেশ ছাড়ছেন সঞ্জু স্যামসন, অজিত আগারকরের বয়ানে নিচ্ছেন এই সদ্ধান্ত !!
ইতি হলো পূজারার ক্যারিয়ারের

ভারতীয় দলের সিনিওর ব্যাটসম্যান চেতস্বর পূজারাকে (Cheteshwar Pujara) নিয়ে উঠছে চর্চা। সূত্রের খবর অনুযায়ী, দল থেকে প্রায় পূজারার ক্যারিয়ারের ইতি হয়ে গিয়েছে। ভারতীয় দলের হয়ে পূজারা, ১০৯ টেস্ট খেলেছেন ও ৪৩.৬১ গড়ে ৭১৯৫ রান করেছেন। তার ক্যারিয়ারে বিগত ৩ বছর খুবই খারাপ কাটছে। ৩ বছর আগে পূজারার গড় ছিল ৫০ এর কাছাকাছি। সেখান থেকে কমতে কমতে ৪৩ এ ঠেকেছে। ভারতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) স্থান নিয়েছিলেন পূজারা। কিন্তু আসতে আসতে তার ক্যারিয়ারে খারাপ পারফরমেন্সের জন্য এবার তাকে ক্রিকেটকে আলবিদা ঘোষণা করতে হবে। তার জায়গা নিতে প্রস্তুত শুভমান গিল (Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছিল গিলকে।
অজিতের নজরে নেই পূজারা

অজিত আগারকরের (Ajit Agarkar) নির্বাচিত দলে সুযোগ পেলেন না পূজারা এবং রাহানে। দলে বাছাই না হওয়ার জন্য খুব শিগগিরই চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) অবসরের ঘোষণা দিতে পারেন। ভারতের হয়ে চেতেশ্বর পূজারা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। কিন্তু তাকে বিসিসিআই ক্রমাগত উপেক্ষা করায় তাকে এখন অবসর নিতে হচ্ছে। ভারতীয় দলের দেওয়াল বলা হয় পূজারকে, টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করেন পূজারা, দীর্ঘ ১১ বছর ধরে ভারতীয় দলে খেলে আসছেন পূজারা তবে তার উপরে আর ভরসা রাখছেন না অজিত।