আর মাত্র চার দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৫ এর (IPL 2025) মহা সংগ্রাম। আইপিএলের ময়দানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আইপিএলের ইতিহাসে তৃতীয় সফল দল হল কলকাতা নাইট রাইডার্স। এবার চতুর্থ আইপিএল জয়ের লড়াই করতে দেখা যাবে নাইট রাইডার্স ব্রিগেডকে। গতবার আইপিএলে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দলের নতুন মেন্টর হিসেবে শামিল করেছিল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ার ছিলেন অপ্রতিরোধ্য।
KKR ছেড়েছিলেন আইপিএল জয়ী ক্যাপ্টেন

গম্ভীর এবং শ্রেয়াসের অসাধারণ কেমিস্ট্রিতে তৃতীয়বারের জন্য আইপিএল শিরোপা জয় করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে, মেগা নিলামের আগেই নাইট রাইডার্স ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হয়ে গিয়েছেন, যে কারণে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে তিনি আর যুক্ত থাকতে পারবেন না। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডুয়েন ব্রাভোকে (Dwayne Bravo) দলে শামিল করে মেন্টর হিসেবে। গত দুই বছর ব্রাভো চেন্নাই দলের বোলিং কসহ হিসাবে কাজ করেছেন। তবে এবার নতুন দলের সঙ্গে নিজের কেমিস্ট্রি জমাতে চাইছেন এই তারকা।
Read More: IPL 2025: নিলামে অবিক্রিত থাকা এই ক্রিকেটারের খুললো ভাগ্য, KKR দলে পেলেন এন্ট্রি !!
নতুন মেন্টরের সাথে সাথে নতুন অধিনায়ককে বেছে নিয়েছে নাইট রাইডার্স ব্রিগেড। এবারের আইপিএলে কলকাতা দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। নিলামের মঞ্চ থেকে, ১ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে নাইট রাইডার্স ব্রিগেডে শামিল হয়েছিলেন রাহানে। ভক্তদের ধারণা ছিল ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) কিংবা রিঙ্কু সিংহের (Rinku Singh) উপরেই হয়তো দায়িত্ব চাপিয়ে দেবে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তবে অভিজ্ঞতার বিচারে রাহানেকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
KKR- এর নতুন অধিনায়ক হলেন রাহানে

এর আগে আইপিএলে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাকে। এমনকি ঘরোয়া ক্রিকেটে বর্তমান সময়ে সবথেকে সফল অধিনায়ক হলেন তিনি। আগে রাজস্থান রয়্যালস সদলের হয়ে খেলার সময় বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি। নিলামের মঞ্চে প্রথম রাউন্ডে অবিকৃত ছিলেন রাহানে এরপর এক্সিলারেট রাউন্ডে রাহানেকে এক কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছিল নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এক কথায় অবহেলার পাত্র থেকে তিনি নাইট রাইডার্স ফলের অধিনায়কের ভূমিকা গ্রহণ করেছেন প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের বিরুদ্ধে মস্ত বড় পরীক্ষা দিতে চলেছেন রাহানে।