"ওদের পিছনে দম নেই..", পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !! 1

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) গত কয়েক মাস ধরে একাধিক কারণে চর্চায় রয়েছে। এই টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আছে। তবে তার আগেই বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি (ICC)। এই দেশের ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আসন্ন গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি মহারণের জন্য তারা ভারতে ক্রিকেটারদের পাঠাবে না। এরপর পাকিস্তান‌ও বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। তবে এর মধ্যেই আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য সামনে এল।

Read More: শেষ ম্যাচে পুরো বদলে যাচ্ছে একাদশ, ‘ভুয়ো’ আহত ঈশান সহ আইয়ারের হচ্ছে এন্ট্রি !!

বায়কটের ইঙ্গিত পাকিস্তানের-

pakistan-found-guilty-of-misconduct, asia cup 2025
Pakistan Cricket Team | Image: Getty Images

এই বছর আইপিএলের (IPL 2026) মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়ে। সমর্থকরা বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার জন্য দাবি জানান। বিসিসিআই এই দাবিকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেয়।

এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীদের তারা ভারতে পাঠাবে না। নিরাপত্তার অভাবকে চিহ্নিত করে নিরপেক্ষ ভেন্যুর জন্য আইসিসির (ICC) কাছে আবেদন পর্যন্ত করা হয়। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা পর্যবেক্ষণের পর স্পষ্ট জানিয়ে দেয় যে ভারতে লিটন দাসদের (Litton Das) নিরাপত্তার কোনো সমস্যা হবে না।

তার পরেও বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মধ্যে দিয়ে টাইগার বাহিনীদের বাদ দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ ভোটে একমাত্র পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেছিল। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এবার পাক বাহিনীও আসন্ন গুরুত্বপূর্ণ মহাযুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিতে পারবে বলে জল্পনা তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে মহসিন নকভি (Mohsin Naqvi) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

আজিঙ্কা রাহানের মন্তব্য-

asia-cup-2025-pakistan-vs-oman-match-report
Pakistan Cricket Team | Image: Getty Images

এই বিষয়ে এবার ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এসেছে। তিনি মনে করছেন যে পাকিস্তান বয়কটের হাওয়া তৈরি করলেও তারা কোনভাবেই এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেবে না। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে, “আমার মনে হয় না পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে। ওদের সেই সাহস নেই। আবার‌ও বলছি ওরা বয়কট করার সিদ্ধান্ত নেবে না। ওরা অবশ্যই বিশ্বকাপ খেলবে।” উল্লেখ্য এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ আসন্ন ১৫ ফেব্রুয়ারি হ‌ওয়ার কথা আছে।

Read Also: বিশ্বকাপের আগে বড় চমক, টিম ইন্ডিয়ার মেন্টর ভূমিকায় রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *