আবার একবার হৃদয় ভাঙলো টিম ইন্ডিয়ার। দীর্ঘ ১০ বছর আইসিসি ট্রফির মুখ দেখলো না টিম ইন্ডিয়া। ভারতীয় দল একটানা দ্বিতীয় বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC FINAL 2023) পৌঁছে গিয়েছিল এবং আবার একবার অজিদের বিরুদ্ধে পরাজিত হলো টিম ইন্ডিয়াকে। এই মেগা ফাইনালের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া দল ভারতীয় দলের বিরুদ্ধে ৪৬৯ রানের এক দুরন্ত ব্যাটিং প্রদর্শন দেখালো। তবে, তার জবাবে ব্যাটিং করতে এসে ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। তবে, সেই সময় ভারতীয় দলের হয়ে নিজের সেরাটা দেন টিম ইন্ডিয়ার প্রান্তন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। কঠিন সময়ে টিকে ছিলেন তিনি এবং ভারতকে ফলো অনের হাত থেকেও করেন রক্ষা।
Read More: টেস্ট ফাইনাল খেলেই ক্রিকেট থেকে দুরে যাচ্ছেন বিরাট কোহলি, বনে-জঙ্গলে করবেন বসবাস !!
দলকে রক্ষা করলেন শার্দূল-রাহানে

তবে, তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন শার্দূল ঠাকুরকে (Shardul Thakur), দুজনের পার্টনারশিপে টিম ইন্ডিয়া পৌঁছে যায় ২৯৬ রানের লক্ষমাত্রায়। তবে, আবার তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে অজি দল আবার একবার ভারতীয় বোলিংয়ের ফায়দা তোলে এবং ৮ উইকেটের বিনিময়ে ২৭০ রান সংগ্রহ করেন। ভারতীয় দলের কাছে টার্গেট ছিল ৪৪৪ রানের, চতুর্থ দিন শেষে ১৩২ রান বানায় ভারত ৩ উইকেটের বিনিময়ে।তখন ও ক্রিজে শেষ ভরসা ছিলেন রাহানে। পঞ্চম দিনের শুরুতে একের পর এক উইকেট হারাতে শুরু করে টিম ইন্ডিয়া। এবং ২৩৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। বিগত ১০ বছর ধরে কোনো প্রকার আইসিসি ট্রফির মুখ দেখেনি টিম ইন্ডিয়া। তবে, টিম ইন্ডিয়ার প্রাণ বাঁচালেন অজিঙ্কা রাহানে।
BCCI-এর চুক্তি থেকে পড়েছিলেন বাদ

ভারতীয় দলের এই অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান বিগত কয়েক বছর একেবারেই ফর্মের বাইরে ছিলেন। বিরাট কোহলির (Virat Kohli) পর ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার ছিলেন রাহানে কিন্তু তার ফর্ম তার আশায় জল ঢেলে দেয়। এই WTC ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে দলে সুযোগ পেয়েছিলেন। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর অজিঙ্কা রাহানেকে আর দলে দেখা যায়নি। উল্লেখযোগ্য ভাবে, ১৬ মাস পর অজিঙ্কা রাহানে ভারতীয় দলে ফিরেছেন এবং কঠিন পরিস্থিতে নিজেকে মেলে ধরলেন রাহানে।
Read Also: WTC ফাইনালের আগে হলেন সম্পূর্ণ ফিট হলেন জসপ্রিত বুমরাহ , এই সিরিজে করতে চলেছেন কামব্যাক !!
এমনকি প্রথম ইনিংসে ছক্কা হাঁকিয়ে ২৬ তম টেস্ট অর্ধশতরান উদযাপন করলেন রাহানে এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান বানান তিনি। তবে BCCI এই রাহানের সাথেই করেছিল ভুল। গতবছর শেষে ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে বাইরের রাস্তা দেখানো হয় রাহানেকে। যার পর মনে হচ্ছিল ভারতীয় দলের হয়ে তার কামব্যাক করা একেবারে মুশকিল তবে, তিনি ফিরে আসলেন আবার দলে এবং দেখালেন তার গুরুত্ব।