Team India: ভারতীয় ক্রিকেট বোর্ড আজকেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। নতুন অধিনায়ক ও তরুণ দল নিয়েই ইংল্যান্ড সফরে যেতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় টেস্ট স্কোয়াড নিয়ে বিগত কয়েক দিন ধরেই বেশ চর্চা শুরু হয়েছিল। গত মাসে মাইকেল ক্লার্কের (Michael Clarke) সাথে একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছিলেন তিনি ইংল্যান্ড সিরিজে নিজের সেরাটা দিতে চাইবেন। তবে, সেই রোহিত ৭মে সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর টেস্ট অবসরের কথা জানিয়ে দেন। ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিতের বদলে নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বাছাই করে নিয়েছে।
রোহিতের পরেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের দুই কিংবদন্তি তারকা অবসর নেওয়ার পরেই ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেনের অবসরের জল্পনা উঠে আসছে। সূত্রের খবর, এবার টেস্ট ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ইংল্যান্ড সিরিজে দলে জায়গা হয়নি রাহানের। আর দলে জায়গা না হওয়ায় এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অজিঙ্কা রাহানে। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ভারতীয় দল (Team India) থেকে গত ২ বছর বাইরেই রয়েছেন।
Read More: ঈশান কিষাণের রক্তে মুম্বাই ইন্ডিয়ান্স, RCB’কে হারিয়ে নিজের পুরনো দলকে সাহায্য করলেন তিনি !!
অবসর নিতে চলেছেন প্রাক্তন ক্যাপ্টেন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে ব্যাটিং মাস্টারক্লাস দেখিয়েছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাহানেকে খেলতে দেখা গিয়েছিল। উইন্ডিজের বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রাহানে। সেই সিরিজে ভারতীয় (Team India) টেস্ট দলের সহ অধিনায়ক ছিলেন তিনি। তবে, এরপর আর দলে জায়গা হয়নি তাঁর। রাহানে গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে বেশ রান বানিয়েছেন। বিদেশের মাটিতে তিনি ছিলেন ভারতের ক্রাইসিস ম্যান। তবে, তাঁর ফর্মের ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে।
সূত্রের দাবি, রাহানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পাওয়ার আশায় ছিলেন। তবে, তিনি টেস্ট দলে সুযোগ না পেয়েই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। রাহানে ভারতের টেস্ট জার্সিতে, ৮৫টি টেস্ট খেলেছিলেন। ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান বানিয়েছিলেন রাহানে। পাশাপাশি, ২৬ বার অর্ধশতরান এবং ১২ বার শতরান হাঁকিয়েছিলেন।