খুব দ্রুত বিশ্ব ক্রিকেটের পরিধির পরিবর্তন হচ্ছে। ভারতের মতো সফল ক্রিকেট দলে প্রতি বছর অসংখ্য তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসছেন। ফলে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে বিসিসিআইকে (BCCI) কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করলেও দলের ভারসাম্যের ভিত্তিতে জায়গা করে নিতে পারছেন না অনেকেই। সাম্প্রতিক সময় প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) ভারতীয় দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। তাদের অনেক সিদ্ধান্ত বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। এবার এই বিষয়ে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নিজের মতামত প্রকাশ করলেন।
Read More: বিরাট-রোহিত নন, এই তারকাকে সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বাছলেন গৌতম গম্ভীর !!
বিসিসিআইয়ের বিতর্কিত সিদ্ধান্ত-

রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শুধুমাত্র ওডিআই ক্রিকেটের জন্য নিজেকে বর্তমানে প্রস্তুত করেছেন। ফলে ২০২৭ একদিনের বিশ্বকাপে (ODI WC 2027) এই তারকা ব্যাটসম্যানই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি হিটম্যানকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) ওডিআই দলের অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরের ভারতীয় একদিনের দলকে নেতৃত্ব দেবেন তিনি।
এই সিদ্ধান্ত বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে টেস্ট ক্রিকেটেও একাধিক পরিবর্তন বর্তমানে আলোচনায় রয়েছে। ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দীর্ঘদিন পর নির্বাচকরা করুণ নায়ারকে (Karun Nair) ফিরিয়ে এনেছিলেন। আবার ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজে তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সাই সুদর্শন (Sai Sudarshan) ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তাকে লাল বলের ক্রিকেটে সুযোগ দেওয়া হচ্ছে।
আজিঙ্কা রাহানের মন্তব্য-

ভারতীয় ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান হলেন আজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। তিনি জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে টেস্ট দলে তার অবদান তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে। কিন্তু এই তারকা দীর্ঘদিন ধরে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে জায়গা করে নিতে পারছেন না। শেষবার রাহানে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। এবার তিনি জাতীয় দলের নির্বাচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এমন ব্যক্তিদের নির্বাচক হিসাবে বাছাই করা উচিত যারা গত ৫-৬ বছরের মধ্যে অবসর নিয়েছেন। কারণ আধুনিক ক্রিকেট দ্রুত বিকশিত হচ্ছে। আমার মনে হয় নির্বাচকদের মানসিকতা বর্তমান খেলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।” ফলে কার্যত তিনি বিসিসিআইয়ের (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। বর্তমানে এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।