ajinkya-rahane-leaves-mumbai-captaincy
Ajinkya Rahane | Image: Getty Images

২০২৩-এর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর ভারতীয় দল থেকে বাদ পড়েন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আন্তর্জাতিক আঙি্নায় প্রত্যাবর্তনের সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু নিয়মিত মাঠে নেমেছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে খেলেছেন রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত টুর্নামেন্ট। বিরাট কোহলি জমানায় দীর্ঘদিন ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন রাহানে। কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়াকে বর্ডার-গাওস্কর ট্রফিও (BGT) জিতিয়েছেন তিনি। তাই অভিজ্ঞ রাহানের (Ajinkya Rahane) হাতেই নেতৃত্বভার অর্পণ করেছিলেন এমসিএ কর্মকর্তারা। নিরাশ করেন নি তারকা ক্রিকেটার। মুম্বইকে জিতিয়েছেন রঞ্জি ট্রফি, ইরানী কাপ। এবারও রাহানেকে কেন্দ্রে রেখেই প্রথম শ্রেণির ক্রিকেটে দল সাজানোর কথা ভাবছিলো এমসিএ। কিন্তু মরসুম শুরুর আগে নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি।

Read More: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শিবম দুবে, পরিবর্তে দায়িত্ব পলেন এই তারকা !!

অধিনায়কত্ব ছাড়লেন রাহানে-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

২০২৩-২৪ মরসুমে তিন ফর্ম্যাটেই মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তবে ২০২৪-২৫ মরসুমে শুধু সাদা বলের দুই ফর্ম্যাটে দায়িত্ব থেকে সরে যান তিনি। অধিনায়ক ছিলেন শুধুমাত্র প্রথম শ্রেণির ক্রিকেটে। টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও লিস্ট-এ প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে টস করতে মাঠে নেমেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আগামী ১৫ অক্টোবর জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ২০২৫-২৬ রঞ্জি মরসুম শুরু করতে চলেছে মুম্বই। তার আগেই লাল বলের ফর্ম্যাটেও অধিনায়কত্ব ছাড়লেন রাহানে। আজ সোশ্যাল মিডিয়া মারফত দায়িত্ব ছাড়ার ঘোষণা করেছেন কিংবদন্তি তারকা। নতুন প্রজন্মকে তৈরি করার এটাই সঠিক সময়, মনে করেন রাহানে (Ajinkya Rahane)। সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইন্সটাগ্রাম স্টোরিতে রাহানে (Ajinkya Rahane) লিখেছেন, “মুম্বই দলের অধিনায়কত্ব করা ও তাদের হয়ে ট্রফি জেতা আমার জন্য অত্যন্ত সম্মানের। সামনে নতুন একটা ঘরোয়া ক্রিকেট মরসুম রয়েছে। আমার মতে এখনই নতুন একজন নেতাকে মেজে-ঘষে তৈরি করে নেওয়ার সঠিক সময়। সেই কারণেই আমি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও দলের হয়ে মাঠে নামতে তিনি যে তৈরি তা স্পষ্ট করে দিয়েছেন ডান হাতি ব্যাটার। জানিয়েছেন, “একজন খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আরও ট্রফি জিততে এমসিএ’র সাথে আমার যাত্রা অব্যাহত রাখতে চাই। নয়া মরসুমের জন্য মুখিয়ে রয়েছি।” রাহানের (Ajinkya Rahane) উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেওয়া হয় সেদিকে এখন তাকিয়ে মুম্বইয়ের ক্রিকেটমহল।

দেখে নিন ইন্সটাগ্রাম স্টোরিটি-

Ajinkya Rahane | Image: Instagram
Ajinkya Rahane’s Instagram Story | Image: Instagram

রাহানের বিকল্প খুঁজছে KKR’ও-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

২০২৫-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়কত্ব সামলেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁর অধীনে বিশেষ সাফল্য পায় নি বেগুনি-সোনালী বাহিনী। লীগ তালিকায় তারা শেষ করেছে অষ্টম স্থানে। হোমগ্রাউন্ডে ইডেনে পিচ কিউরেটরের সাথে একাধিকবার সংঘাতে জড়াতে দেখা গিয়েছিলো রাহানেকে। ২০২৬-এ নয়া নেতার সন্ধানে নাইট কর্মকর্তারাও। সূত্রের খবর তাঁদের পছন্দের তালিকায় প্রথম নামটি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। ওপেনার, অধিনায়ক ও উইকেটরক্ষক-তিন ভূমিকাতেই সফল কেরলের তারকা। তাঁকে দলে নিয়ে এক ঢিলে তিন পাখি মারতে চান ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা। ইতিমধ্যেই নাকি সঞ্জু’র বর্তমান দল রাজস্থান রয়্যালসের সাথে ট্রেডিং নিয়ে প্রাথমিক আলোচনাও শুরু করেছে কলকাতা। সঞ্জু’র বদলে রমনদীপ সিং ও অঙ্গকৃষ রঘুবংশীকে রাজস্থানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে নাইটবাহিনী, মিলেছে খবর।

Also Read: ঘোষিত অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড, ৩৬ বর্ষীয় তারকার নেতৃত্বে তিনটি ওয়ান ডে খেলবে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *