IPL 2025: ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে পরাজিত হয়ে যাত্রা শুরু করে। গতকাল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষেও ইডেন গার্ডেন্সে কোনো সুবিধা পাইনি নাইট বাহিনী। ঋষভ পান্থদের (Rishabh Pant) বিপক্ষে ৪ রানে হারের সম্মুখীন হয় কলকাতা। এরপরেই ইডেনের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ফলে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukherjee) সঙ্গে আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পরলেন কেকেআর অধিনায়ক।
Read More: দিন শেষ গৌতম গম্ভীরের, টিম ইন্ডিয়ার হেড কোচের পদে বসছেন জাহির খান !!
ইডেনের পিচ নিয়ে ক্ষুব্ধ রাহানে-

গতকাল প্রথম ইনিংসে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ২৩৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং সুনীল নারিন (Sunil Narine) একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। ফলে পিচ থেকে তারা সেইভাবে সাহায্য পাননি বলে অভিযোগ সামনে এসেছে। ম্যাচে শেষ পর্যন্ত নাইটরা ৪ রানে হারের সম্মুখীন হয়। এই পরাজয়ের পর আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে বলেন,“আমাদের পিচ কিউরেটর অনেক প্রচার পেয়ে গেছেন। আমার বিশ্বাস তিনি খুব খুশি। সংবাদমাধ্যম বিষয়টি বেশি প্রচার করছে। আমি যদি এখন কিছু বলি তাহলে বির্তক সৃষ্টি হবে।” তবে নিজের অবস্থানে অনড় ইডেনের প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee) আগে বলেছিলেন, “কে কী বললো তাতে আমার কিছু এসে যায় না। পিচে যথেষ্ট স্পিন আছে। ভালো করলে লোকে কটাক্ষ করবেই। “
৩ ম্যাচে হেরে কোণঠাসা কেকেআর-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। কিন্তু তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ৮ উইকেটে আবারও পরাজিত হয়ে চাপের মুখে পড়ে নাইট বাহিনী। সম্প্রতি সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৮০ রানে জয় পেলেও শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ৪ রানে হেরে সমালোচনার মুখে পড়েছে কেকেআর। পরবর্তী ম্যাচে আজিঙ্কা রাহানে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে মাঠে নামবে।