লর্ডসে চলতি টেস্ট যত শেষের দিকে এগিয়ে চলেছে ম্যাচের উত্তেজনা তত বৃদ্ধি পাচ্ছে। শুভমান গিল (Shubman Gill) ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের আগুন জ্বালিয়ে রেখেছেন। ফলে এই নতুন টেস্ট দল এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শুভমান গিল (Shubman Gill) মাত্র ২৫ বছর বয়সে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। তবে ভারতীয় টেস্ট ক্রিকেটের এই বিপুল পরিবর্তনের মধ্যে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: IND vs ENG 3rd Test: মুখোমুখি শুভমান ও জ্যাক ক্রলি, তুমুল বাগ্বিতণ্ডায় আগুন জ্বললো তৃতীয় দিনের লর্ডসে !!
জাতীয় দলে ফিরতে আগ্রহী রাহানে-

বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে। লর্ডসে তৃতীয় টেস্ট চলাকালীন আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মতো তারকা ব্যাটসম্যানকে দর্শক আসনে উপস্থিত থাকতে দেখা গেছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর তার জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু করুন নায়ার (Karun Nair) দীর্ঘ সময়ের পর কামব্যাক করলেও রাহানে (Ajinkya Rahane) সুযোগ পাননি। তবে ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখনও জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন।
তিনি লর্ডসেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভাবনা-চিন্তা প্রকাশ করেন। রাহানে (Ajinkya Rahane) বলেন, “আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। টেস্ট ক্রিকেট খেলার প্রতি আমার সত্যিই আগ্রহ আছে। এখনও আমি আমার খেলা উপভোগ করছি। কয়েক দিনের জন্য এখানে এসেছি। তাও নিজেকে ফিট রাখতে প্রশিক্ষণের জন্য পোশাক বহন করছি। আমাদের ঘরোয়া ক্রিকেট খুব তাড়াতাড়ি শুরু হবে তার সবেমাত্র প্রস্তুতি শুরু হয়েছে।”
আইপিএলেও ছিলেন দুরন্ত ফর্মে-

আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮৫ টি টেস্ট ম্যাচে মোট ৫০৭৭ রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে এই বছর আইপিএলে (IPL 2025) গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) নেতৃত্বের দায়িত্ব পান রাহানে। তিনি ব্যাট হাতে এই বছর টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন।
১৩ ম্যাচে ৩ টি অর্ধশতরানের সঙ্গে ৩৯০ রান সংগ্রহ করেন রাহানে (Ajinkya Rahane)। তবে অধিনায়ক হিসাবে নাইট বাহিনীদের বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই জায়গা করে নিতে পারেনি কেকেআর (KKR)। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে ১৯৮ টি ম্যাচে ৫০৩২ রান সংগ্রহ করেছেন রাহানে।