'ওকে দিয়ে ক্যাপ্টেন্সি হবে না....', নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে গিলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য আজিঙ্কা রাহানের !! 1

শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমেছিল ভারতীয় দল। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ সাদা বলের সিরিজে ব্লু ব্রিগেডরা পরাজিত হয়ে লজ্জার দৃষ্টান্ত তৈরি করেছে। ২০২৭ বিশ্বকাপের (ODI WC 2027) আগে দলের এই অবস্থা দেখে রীতিমতো আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অধিনায়ক হিসেবে গিল পরিণত নয় বলেই উল্লেখ করছেন তারা‌। এই তরুণ ব্যাটম্যানের একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়ে এবার আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে লাস্ট ওয়ার্নিং দিল ICC, ছিটকে গেলে এই নতুন দল পাবে এন্ট্রি !!

ভারতের লজ্জার পরাজয়-

'ওকে দিয়ে ক্যাপ্টেন্সি হবে না....', নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে গিলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য আজিঙ্কা রাহানের !! 2
IND vs NZ | Image: Getty Images

রবিবার ইন্দোরে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। টসে জিতে শুভমান গিল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কিউই বাহিনীদের প্রথম থেকেই চাপে ফেলার চেষ্টা করে ব্লু ব্রিগেডরা। বোলিং আক্রমণ টপ অর্ডারে ধস নামতে পারলেও পরবর্তী সময় ছন্দ হারিয়ে ফেলে। দলের হয়ে হাল ধরেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি গ্লেন ফিলিপসের (Glenn PhilIips) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।

১৮৬ বলে ২১৯ রান আসে তাদের ব্যাট থেকে। ড্যারিল মিচেল ১৩১ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন। ফিলিপসের ব্যাট থেকেও আসে দুরন্ত শতরান। ফলে প্রথম ইনিংসে কিউই বাহিনী ৩৩৭ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে বিরাট কোহলি (Virat Kohli) একমাত্র আশা দেখাচ্ছিলেন। তিনি ১০৮ বলে গুরুত্বপূর্ণ ১২৪ রানের ইনিংস খেলেন। তবে শেষ পর্যন্ত ভারত ৪১ রানে পরাজিত হয় এবং সিরিজটি হাতছাড়া করে।

সমালোচিত গিল-

'ওকে দিয়ে ক্যাপ্টেন্সি হবে না....', নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে গিলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য আজিঙ্কা রাহানের !! 3
Shubman Gill | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচে একটা সময় শুভমান গিলকে হাল ছেড়ে দিতে দেখা যায়। তাদের একাধিক সিদ্ধান্ত দলের জন্য কার্যকর হয়নি। এই বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিকবাজের একটি অনুষ্ঠানে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমার মনে হয় মাঝের ওভারগুলিতে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) মাত্র তিন ওভার বল করতে দেওয়া কৌশলগতভাবে ভুল ছিল।

তাকে ৩৭-৩৮ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এমনকি রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) ৩০ তম ওভার পর্যন্ত আটকে রাখা হয়। কিন্তু এরা আপনাকে উইকেট এনে দিতে পারতো। এখানেই গিল বড়ো ভুল করেছেন।” উল্লেখ্য ইন্দোরে কুলদীপ যাদব ৬ ওভার বোলিং করার সুযোগ পান‌ । তিনি ৪৮ রান খরচ করে তুলে নেন ১ টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ৬ ওভারে ৪১ রান দিলেও একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি।

Read Also: “শাহরুখের মতোই জেহাদি..”, বিতর্কিত ভিডিও পোস্ট করায় রিঙ্কু সিং’এর বিরুদ্ধে FIR দায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *