অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) আইপিএল ২০২৩ এবং তারপরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, দুই আঙিনাতেই তার পারফরম্যান্স দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করতে রাহানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা অস্বীকার করার জায়গা নেই। ভারতীয় দল হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে, কিন্তু অজিঙ্কা রাহানে তার পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করেছেন। তারপর থেকেই রাহানেকে টেস্টের পর এবার ওয়ানডে দলেও ফিরিয়ে আনার দাবি উঠেছে ক্রিকেট মহলে। আর সেটা যদি হয় তাহলে আরও একটা বড় বিষয় প্রত্যক্ষ করতে পারে ভারতীয় ফ্যানরা।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেল ভারত, টুর্নামেন্ট থেকে আউট এই তারকা ব্যাটসম্যান !!
ওয়ানডে দলে ফিরলে হবেন অধিনায়ক হয়ে!
৩৫ বছর বয়সী অজিঙ্কা রাহানে ২০১৮ সালে শেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর ওয়ানডে দলে ফেরার সুযোগ পাননি তিনি। কিন্তু, এখন মনে হচ্ছে আরও একবার নীল জার্সিতে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে। আর সেটা হলে রোহিত শর্মার বদলে তাকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা, রোহিত নিজে থেকেই ফর্মের মধ্যে থাকা রাহানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে পারে।
সম্প্রতি নির্বাচকরা বলেছেন যে, বিশ্বকাপ পর্যন্ত রোহিতকেই দলের অধিনায়ক রেখে দেওয়া হতে পারে। তবে নিজের খারাপ ফর্মের কথা মাথায় রেখে শুধুমাত্র নিজের ব্যাটিংয়ের ওপর মন দিতে রোহিত নিজেই নিতে পারেন এই সিদ্ধান্ত। প্রাক্তনরা মনে করছেন রাহানে ওয়ানডেতে দেশের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন। আর সেটা হলে ব্যাট হাতে দলকে ব্যাট হাতে ম্যাচ জেতানোর সুযোগ পাবেন। সেই সঙ্গে যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে দিতে পারেন ট্রফি। তাই তার নামটাই কানাঘুষো শোনা যাচ্ছে।
এক নজরে রাহানের ওয়ানডে কেরিয়ার
অজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়ার হয়ে ৯০টি ওডিআই খেলেছেন। এই ফর্ম্যাটে তিনি ৭৮.৬৩ স্ট্রাইক রেট এবং ৩৫.২৬ গড়ে ২৯৬২ রান করেছেন। এই সময় তিনি ৩টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি করেন। এখন ওডিআই দলে ফেরার সুযোগ পেলে তা হবে ভারতীয় শিবিরের জন্য শুভ লক্ষণ। যেহেতু, রাহানের অনেক অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে ২০২৩ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে শক্তিশালী করতে পারে। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে এমন অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব রয়েছে। তাই ব্যাটিংয়ের পাশাপাশি, অধিনায়ক হয়েও টিমকে লাভ দেবেন অজিঙ্কা।
Also Read: IND vs WI: “বোধগম্য হচ্ছে না…” উইন্ডিজ সফরের দল দেখে নির্বাচকদের একহাত নিলেন সুনীল গাওস্কর !!