"ক্রিকেট হেরে গেছে..", ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার !! 1

CT 2025: হার-জিত প্রতিটি খেলারই অঙ্গ। কিন্তু গতকাল ভারতের কাছে পাকিস্তানের (IND vs PAK) আত্মসমর্পণ অনেক ক্রিকেটপ্রেমী মেনে নিতে পারছেন না। ওডিআই ক্রিকেটে যেকোনো সময় একটি দল ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফিরে আসতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) দল বেশিরভাগ সময় জুড়ে ম্লান ছিল। ভারত-পাক ম্যাচের উত্তাপ মাঠের মধ্যে টানটান মুহূর্ত তৈরি করতে পারেনি। রোহিত শর্মার (Rohit Sharma) বাহিনী সহজে ৬ উইকেটে জয় নিশ্চিত করে। এবার এই ম্যাচ নিয়ে হতাশা প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)।

IND vs PAK ম্যাচ শেষে হতাশ অজয় জাদেজা-

"ক্রিকেট হেরে গেছে..", ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার !! 2
IND vs PAK | Image: Getty Images

গতকাল দুবাইয়ের মাটিতে ভারত-পাকিস্তান (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামে উপস্থিত থাকার সঙ্গে সঙ্গে কোটি কোটি ভক্ত টিভির পর্দায় চোখ রেখেছিলেন। কিন্তু ম্যাচ জুড়ে এক মুহূর্তের জন্যও পাকিস্তান প্রভাব বিস্তার করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই ব্লু ব্রিগেডরা নিজেদের দাপট বজায় রেখেছিল। ফলে রোহিত শর্মার (Rohit Sharma) দল জয় পেলেও ক্রিকেটের লড়াইয়ের মজা থেকে বঞ্চিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সেই বিষয়টিই এবার প্রাক্তন তারকা ক্রিকেটার অজয় জাদেজার (Ajay Jadeja) বক্তব্যে উঠে এল। তিনি ম্যাচে শেষে হতাশা প্রকাশ করে বলেন, “আমি ভারতীয় দলের জন্য খুশি, কিন্তু ক্রিকেট হেরে গেছে। সামগ্রিক ম্যাচের পারফরমেন্সে আমি হতাশ। ম্যাচে এক মুহূর্তের জন্যেও পাকিস্তান জয়ের দিকে এগিয়ে যেতে পারেনি। অতীতে আমরা তাদের সঙ্গে যেভাবে খেলেছি সেই রকম দক্ষতা পাকিস্তানের এখন নেই। ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে।”

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ম্যাচ ফিক্সিংয়ের ছায়া, বল টেম্পারিংয়ের অভিযোগে ফাঁসলেন তারকা পেসার মার্ক উড !!

এক নজরে IND vs PAK ম্যাচ-

"ক্রিকেট হেরে গেছে..", ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার !! 3
IND vs PAK | Image: Getty Images

গতকাল মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে তারা একের পর এক উইকেট হারিয়ে ফেলে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মাত্র ২৩ রানে তারকা ব্যাটার বাবর আজমকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এরপর সৌদ শাকিল (Saud Shakeel) এবং রিজওয়ান ব্যাট হাতে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। শাকিলের ৬২ রানের এবং পাক অধিনায়কের ৪৬ রানে ভর করে শেষ পর্যন্ত তারা ২৪১ রান সংগ্রহ করে। ভারতের হয়ে হার্দিক ২ টি এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৩ টি উইকেট তুলে নেন। অন্যদিকে ‘মেন ইন ব্লু’-দের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) একাই জ্বলে ওঠেন। তার ব্যাট থেকে ওডিআই ক্রিকেটের ৫১ তম শতরানটি আসে। এছাড়াও শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) দুরন্ত অর্ধশতরান করেন। ফলে ৪২.৩ ওভারেই ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় রোহিত বাহিনী।

Also Read: “টিভি ভাঙা শুরু…” পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *