IPL 2025: আজ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ (RCB vs PBKS) বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়। তবে এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনায় ভাটা পড়েনি। সময় নষ্ট হওয়ায় ১৪ ওভারে কমিয়ে নিয়ে আসা হয়েছে ম্যাচটি। অন্যদিকে টসে জিতে পাঞ্জাব কিংস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আজ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) একাদশে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। সবচেয়ে বড়ো সিদ্ধান্ত হিসাবে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) মূল একাদশের বাইরে করে দেওয়া হয়ে। এবার এই সিদ্ধান্তের প্রসংশা করলেন অজয় জাদেজা (Ajay Jadeja)।
Read More: IPL 2025: ট্রফি জিততে দুরন্ত চাল দিলো CSK, দলে এন্ট্রি নিলেন ‘এবি ডিভিলিয়ার্স’ !!
পাঞ্জাব একাদশ থেকে বাদ ম্যাক্সওয়েল-

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে পাঞ্জাব কিংস (PBKS)। একাদশে মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) ফিরে এসেছেন। আজ হারপ্রীত বারকেও সুযোগ দিয়েছে পাঞ্জাব। তবে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) একাদশের বাইরে করে দিলো শ্রেয়স আইয়ারের দল। এই সিদ্ধান্তের প্রসংশা করে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার অজয় জাদেজা (Ajay Jadeja) বলেন,“একাদশে ম্যাক্সওয়েল নেই, অবশেষে পাঞ্জাব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে।”
ধারাবাহিকভাবে ব্যর্থ ম্যাক্সওয়েল-

এই বছর মেগা নিলামে পাঞ্জাব কিংস ৪ কোটি ২০ লক্ষ্য টাকার বিনিময়ে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) দলে নেয়। কিন্তু ধারাবাহিকভাবে তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৬ ম্যাচে এই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার করেছেন মাত্র ৪১ রান। বল হাতেও তিনি সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। ৬ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) সংগ্রহ করেছেন ৪ টি উইকেট। ফলে আজ নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে পাঞ্জাব কিংসের একাদশে জায়গা পেলেন না এই অভিজ্ঞ তারকা। তবে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে রাখা হয়েছে।