রাতারাতি ভাগ্য খুললো জাদেজার, বিরাটকে টপকে হলেন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটের পাশাপশি একাধিক ব্রান্ডের সাথে যুক্ত কোহলি, টিভি খুললেই একাধিক বিজ্ঞাপনে বিরাটকে দেখতে পাওয়া যায়। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এখন খবরের শিরোনামে উঠে এসেছেন। জানা গিয়েছে জাদেজা (Jadeja) নাকি বিরাটকে টকপে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হয়ে উঠেছেন।

তবে এই জল্পনার ঘটলো অবসান, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে প্রায় ১০০০ কোটি টাকার মালিক। তবে বিরাটকে টপকে গেলেন সাবেক ভারতীয় দলের ব্যাটসম্যান অজয় জাদেজা (Ajay Jadeja)। অজয় জাদেজা ছিলেন ৯০’ শতকে বোলারদের ত্রাস। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ৫৩ বছর বয়সে পা দিয়েছেন। ভারতের জার্সিতে ১৯৬টি ওডিআই ও ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ভারতের জার্সিতে ৫৯৩৫ রান বানিয়েছেন তিনি।

Read More: IND vs NZ: নিউজিল্যান্ডের সিরিজের পরে টেস্ট থেকে অবসর নিচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার !!

কোহলিকে টকপে গেলেন জাদেজা

Ajay Jadeja, hardik pandya
Ajay Jadeja |Image: Getty Images

অজয় জাদেজা (Ajay Jadeja) গুজরাতের জামনগরের পরবর্তী মহারাজা হিসেবে মনোনীত হয়েছেন। তাঁকে রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন বর্তমান জাম সাহেব শত্রুশল্যসিংজি দিগ্বিজয়সিংজি জাদেজা। সুতরাং, গুজরাটের নওয়ানগর বা জামনগরের পরবর্তী রাজা হচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। আসলে বর্তমান নওয়ানগরের জাম সাহেব শত্রুশল্যসিংজি দিগ্বিজয়সিংজি জাদেজা নেপালের একটি রাজ পরিবারের সদস্যার সাথে বিবাহ করেছিলেন। তবে সেই বিয়ে টেকেনি এবং তার কোনো সন্তানও নেই। অন্যদিকে, জামনগরে রাজ পরিবারের সদস্য হলেন জাদেজা। অজয় জাদেজার পিতা দৌলতসিং জাদেজা সম্পর্কে শত্রুশল্যসিংজির ভাই। তাই ভাইয়ের ছেলের হাতেই গুরুদায়িত্ব তুলে দিলেন শত্রুশল্যসিংজি।

অজয় জাদেজাকে রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন শত্রুশল্যসিংজি। রাজ পরিবারের দায়িত্ব পালনের পর জাদেজার সম্পত্তির পরিমান প্রায় ১৪৫০ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ কিংবদন্তি তারকা বিরাট কোহলিকে অতিক্রম করলেন জাদেজা। অজয় জাদেজা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। সনি স্পোর্টসের ধারাভাষ্যকার হিসাবে অজয় জাদেজাকে দেখতে পাওয়া যাবে। তাছাড়া, ২০২৩ সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপে অজয় জাদেজা আফগানিস্তান দলের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন, তিনি আফগান দলের সঙ্গে যুক্ত হওয়ার পরেই দলের পারফরমেন্সের বিশাল পরিবর্তন লক্ষ করা গিয়েছে।

Read Also: Ravindra Jadeja: জাদেজা’কে বাতিল করছে চেন্নাই, আগামী মরসুমে ‘ঘরের মাঠে’ খেলবেন আইপিএল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *