আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবার আরব আমিরশাহীতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে ভারতীয় দলের অংশগ্রহণ নিয়ে সন্দেহ থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড পরে টুর্নামেন্ট খেলতে সম্মতি জানিয়েছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের স্কোয়াড প্রকাশ্যে এনেছে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূর্যকুমার যাদবের দলে ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে শুভমান গিলকে (Shubman Gill)। দলে রয়েছেন অভিষেক শর্মার মতন দাপুটে ব্যাটসম্যান, রয়েছেন হার্দিক পান্ডিয়ার মতন দক্ষ রয়েছেন এবং এশিয়া কাপের দলে ফিরেছেন বর্তমানের সেরা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সব মিলিয়ে ভারতের দল নির্বাচন ফার্স্টক্লাস।
ভারতকে সহজেই হারাবে পাকিস্তান

তবে, ভারতের দলকে দেখে নিমেষে হারানোর কথা বলছেন প্রাক্তন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ (Ahmed Shehzad)। সম্প্রাপ্তি, সমাজ মাধ্যমে শেহজাদের একটি বয়ান সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। শেহজাদ বিগত কয়েক বছর ধরে নিজের ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন টক শো তে ক্রিকেট নিয়ে ভাষণ দিয়ে থাকেন। বেশিরভাগ সময় অবশ্য তাকে পাকিস্তানি দলকেই একহাত নিতে দেখা যায়। তবে, আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের পিছনে পড়লেন তিনি। শেহজাদের একটি বয়ান সমাজ মাধ্যমে বেশ ঘোরাফেরা করছে। আসলে তিনি এশিয়া কাপে ভারতীয় দলকে দুর্বল বলে মনে করেন এবং তিনি মনে করেন পাকিস্তান খুব সহজেই ভারতকে হারিয়ে দেবে।
Read More: ভক্তদের মাথায় হাত, এশিয়া কাপের আগেই অবসরের ঘোষণা MS ধোনির প্রিয় বন্ধুর !!
এশিয়া কাপে ভারতের দল শক্তিশালী

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বয়ান অনুযায়ী শেহজাদ বলেছেন, “ভারতের ৫টি বড় নাম- রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এশিয়া কাপের দলে নেই। এখন ভারতকে হারানো অনেক সহজ।” আসলে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ২০ ওভারের ফরমেট থেকে আলবিদা নিয়েছেন, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে যে কারণে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। এই ফরম্যাটে ভারতীয় দল বেশ শক্তিশালী। সূর্যকুমার, হার্দিক, অক্ষর, বুমরাহ, কুলদীপ, দুবে, স্যামসন ও আর্শদীপ সিংদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া কাপ শিরোপা জয় করতে চলেছে টিম ইন্ডিয়া।