হার্দিক পাণ্ডিয়ার বাবা হতে চলার খবরের পর টুইটারে বিরাট কোহলিকে ট্রোল করে এলো মজাদার প্রতিক্রিয়া

ভারতীয় দলের তরুণ উদীয়মান অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া মাস কয়েক আগেই সার্বিয়ান মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদানপর্ব সেরে ফেলেছিলেন। করোনা ভাইরাসের কারণে দেশে চলা লকডাউনের কারণে নাতাশা হার্দিকের সঙ্গেই তার বাড়িতে ছিলেন। এর মধ্যেই ভারতীয় দলের এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেজের মাধ্যমে নিজের সমর্থকদের বাবা হওয়ার খবর জানিয়েছেন। এই খবর জানার পর অবশ্যই হার্দিকের সমর্থকরা সামান্য অবাব হয়ে থাকবন। হার্দিকের দেওয়া এই খবরের পর সোশ্যাল মিডিয়া বিশেষত টুইটারে দারুণ দারুণ মজার প্রতিক্রিয়া আসছে।

বিয়ে আর বাবা হওয়ার খবরের পর সমর্থকরা দিলেন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

হার্দিক পাণ্ডিয়ার বাবা হতে চলার খবরের পর টুইটারে বিরাট কোহলিকে ট্রোল করে এলো মজাদার প্রতিক্রিয়া 1

হার্দিক পাণ্ডিয়ার আগত সন্তানের খবরের পর সোশ্যাল মিডিয়ায় জুড়ে সমর্থকদের দারুণ প্রতিক্রিয়া দিচ্ছেন। তার সমর্থকরা বেশকিছু মজাদার টুইট করছেন যা দেখে স্বাভাবিকভাবেই হাসির উদ্রেক হবে। অন্যদিকে কিছু কিছু সমর্থক তো হার্দিক পান্ডিয়ার আগত সন্তানের খবরের মাধ্যমে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে ট্রোল করছেন। আসলে বিরাট কোহলি বিয়ের তিন বছর পরও বাবা হয়ে উঠতে পারেননি, যে কারণে ক্রিকেটপ্রেমীরা তাকে হার্দিক পান্ডিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন।

এখানে দেখুন হার্দিকের বাবা হওয়া নিয়ে আসা টুইটার প্রতিক্রিয়া

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *