ভারতের বিরুদ্ধে বিতর্কিত বয়ান দেওয়ার পর এখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নভজ্যোত সিং সিধু বললেন এই কথা 1

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলা হয়েছিল। এই হামলায় ৪৪জন জওয়ান শহিদ হয়ে গিয়েছিলেন। এই হামলার দায়িত্ব পাকিস্তানী জঙ্গি জইশ-এ-মহম্মদ নিয়েছে। এরপর ভারতে পাকিস্তানকে নিয়ে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। এই কারণে ভারত ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে নিজের সমস্ত সম্পর্ক ভাঙছে।
এর মধ্যেই ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঠিকানায় জমিয়ে হামলা করেছে। যাতে প্রায় ৩০০ জঙ্গি মারা যাওয়ার খবর আসছে। এরপর ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আর পুলওয়ামা অ্যাটাকের পর বিতর্কে থাকা নভজ্যোত সিং সিধু পাকিস্তানের থাকা জঙ্গিদের নিয়ে দিয়েছেন বয়ান।

কি বললেন নভজ্যোত সিং সিধু

ভারতের বিরুদ্ধে বিতর্কিত বয়ান দেওয়ার পর এখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নভজ্যোত সিং সিধু বললেন এই কথা 2
New Delhi, INDIA: Former Indian cricketer Navjot Singh Sidhu gestures during the launch of an online Mutliplayer cricket game in New Delhi, 19 December 2006. Sidhu, a cricketer-turned-politician, has moved a petition in the Supreme Court challenging his conviction and three years sentence by the Punjab and Haryana High Court in a case of a road rage death. He was convicted for causing the death of an elderly man on a Patiala street 18 years ago. The High Court on 06 Decmeber had suspended his sentence till January 2007 to enable him to appeal in the apex court. AFP PHOTO/ MANAN VATSYAYANA (Photo credit should read MANAN VATSYAYANA/AFP/Getty Images)

ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আর এই সময় কংগ্রেসের সাংসদ নভজ্যোত সিং সিধু টুইট করে লেখেন, লোহা লোকে কাটে, আগুন আগুনকে কাটে, সাপ যখন ছোবল মারে তো তার অ্যান্টিডোটও বিষ, জঙ্গিদের বিনাশ অনিবার্য। ভারতীয় বায়ুসেনাদের জয়, জয় হিন্দ, জয় হিন্দের সেনা।

এখানে দেখুন টুইট

শুধু তাই নয়, নভজ্যোত সিং সিধু আইএএফের জঙ্গি ক্যাম্পের উপর বোমা বর্ষণের উপর দুটি টুইট করেছেন। নভজ্যোত সিং সিধু দ্বিতীয় টুইটে লেখেন, “ঠিক ভুলের লড়াইতে, আপনি তটস্থ থাকার রিস্ক নিতে পারেন না, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গিয়েছে… শাবাস ভারতীয় বায়ুসেনা… জয় হিন্দ”।

এখানে দেখুন দ্বিতীয় টুইট

এই কারণে বিতর্কে পড়েছিলেন সিধু
ভারতের বিরুদ্ধে বিতর্কিত বয়ান দেওয়ার পর এখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নভজ্যোত সিং সিধু বললেন এই কথা 3
নভজ্যোত সিং সিধু কিছুদিন আগে সেই সময় বিতর্কে এসেছিলেন, যখন তিনি পুলওয়ামা জঙ্গি হামলাকে নিয়ে নিজের রায় দিয়েছিলেন। নভজ্যোত সিং সিধুকে এই বয়ানের পর কমিডিয়ান কপিল শর্মার শো ‘দ্যা কপিল শর্মা শো’ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় দলের এই প্রাক্তণ খেলোয়াড় বলেছিলেন জঙ্গির কোনো দেশ হয়না। যারপর মানুষ তাকে জমিয়ে ট্রোল করেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *