রাজস্থানের হার KKR’এর জন্য কাল, প্লে অফের রাস্তা হলো বন্ধ !! 1

গতকাল আইপিএল ২০২৫’ (IPL 2025) এর মঞ্চে ৫০তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল। রাজস্থানকে তাদের ঘরের মাঠেই ১০০ রানে পরাস্ত করেছে মুম্বই পল্টন। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে। ১১টি ম্যাচে ৭টি জয় নিয়ে তালিকায় শীর্ষে আছে মুম্বই পল্টন। যদিও, গতকাল রাজস্থান পরাজিত হওয়ার কারণে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। আর রাজস্থানের পরাজয়ের কারণেই কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের প্লে-অফে পৌঁছানোর রাস্তাও বন্ধ হলো।

মুম্বাইয়ের কাছে বড় ব্যবধানে হারলো রাজস্থান

Ipl 2025,kkr
RR vs MI | Image: Getty Images

রাজস্থান রয়্যালস দলের কথা বলতে গেলে চলতি আইপিএলে তারা ১১টি ম্যাচে ৩টি তে জয় পেয়েছে এবং ৮ ম্যাচে পরাজিত হয়েছে যার কারণে তারা চলতি আইপিএল থেকেও ছিটকে গেল। মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে রুদ্ধশ্বাস ফর্ম দেখাচ্ছে, আর অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের স্বপ্নে জল ঢেলে দিল। নাইট রাইডার্স দলকে প্লে-অফে কোয়ালিফাই করার জন্য বাঁকি চার ম্যাচে চারটি জয় পেতে হবে। তাহলে নাইট রাইডার্স ১৭ পয়েন্টে পৌঁছাতে পারবে। তবুও, কলকাতার সামনে রয়েছে সমস্যা। কলকাতাকে বাঁকি চারটি ম্যাচ রাজষ্ঠান, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে হবে। তার মধ্যে ঘরের মাঠেই দুটি ম্যাচ খেলতে হবে তাদের।

Read More: ‘আমার ভালোবাসা…’ নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করালেন শিখর ধাওয়ান, সকলকে দিলেন চমকে !!

মুম্বাই পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ছিল এবং তারা শীর্ষে উঠে এসেছে। গতকাল রাজস্থানের কাছে ম্যাচ হেরে গেলে মুম্বাই আরও নীচে নেমে আসতো এবং দিল্লি ক্যাপিটালস চারে উঠে আসতো। তবে মুম্বাই এখন যে পরস্থিতিতে পৌঁছে গিয়েছে তাতে তাদের বাঁকি তিন ম্যাচে একটি জয় পেলেই যথেষ্ট। নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচটি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে খেলেছিল। দিল্লিতে অক্ষর বাহিনীকে ১৪ রানে পরাজিত করেছিল কলকাতা নাইট রাইডার্স। টানা দুটি পরাজয় এবং একটি ভেস্তে যাওয়া ম্যাচের পর কলকাতা দলের দুই পয়েন্ট প্লে-অফে তাদেরকে টিকিয়ে রেখেছে।

প্লে- অফে পৌঁছাতে চাপ বাড়লো KKR’এর

Ipl 2025, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। ১০ ম্যাচ খেলে চারটি জয়, পাঁচটি পরাজয় এবং একটি ভেস্তে যাওয়া ম্যাচের কারণে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। নাইট রাইডার্স ৪ঠা মে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটি কলকাতার কাছে টিকে থাকার লড়াইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হাতে চলেছে। নাইট রাইডার্সকে (KKR) যেকোনো মূল্যেই তাদের বাঁকি চারটি ম্যাচ জিততে হবে।

Read Also: বয়সের কারচুপি করে আইপিএল খেলছেন এই ৩ তারকা, তালিকায় প্রাক্তন KKR ক্যাপ্টেনও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *