afghanistan-squad-for-world-cup-2023

World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসতে চলেছে ভারতে। তবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের টুর্নামেন্টের থেকে একটু আলাদা এবারের বিশ্বকাপ। এই প্রথম সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হবে ভারতে। ৪৬দিন ধরে দেশের দশ শহরে খেলা হবে ৪৮টি ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনের পর ১৯ নম্ভেম্বর সেই আহমেদাবাদেই যবনিকা পড়বে প্রতিযোগিতার। দুটি সেমিফাইনাল আয়োজিত হবে মুম্বই এবং কলকাতায়। এছাড়াও আয়োজক শহরের তালকায় রয়েছে হায়দ্রাবাদ, দিল্লী, চেন্নাই, পুণে, লক্ষ্ণৌ, বেঙ্গালুরু এবং ধর্মশালা।

২০২৩-এর বিশ্বকাপের (ICC World Cup 2023)  জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে সাদা বলের খেলায় রকেটের গতিতে উত্থান ঘটেছে আফগান দলের। রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবি থেকে হালের ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran) বা নূর আহমেদ-একের পর এক প্রতিভা উঠে এসেছেন আফগানিস্তান থেকে। বর্তমানে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এ আট নম্বরে রয়েছে তারা। এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দেশগুলির থেকেই। সাম্প্রতিক অতীতে দুর্দান্ত ছন্দেও দেখা গিয়েছে তাদের। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারিয়ে একদিনের সিরিজ জিতেছে তারা। এর আগে বার দুয়েক একদিনের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিলেও বিশেষ সাফল্য পায় নি আফগানরা। ২০২৩ সালে তাদের সামনে সুযোগ থাকছে নিজেদের ক্রিকেট ইতিহাসকে নতুন করে লেখার।

Read More: IND vs AUS: দলে থাকছেন রিঙ্কু, ফিরছেন দীপক চাহার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে টিম ইন্ডিয়া !!

চমক দেওয়ার প্রচেষ্টায় থাকবেন আফগানরা-

Afghanistan Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
Afghanistan Cricket Team | Image: Getty Images

১৯৭৫ থেকে ২০০৩ বিশ্বকাপ (ICC World Cup)  অবধি আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারে নি আইসিসি সদস্য না হওয়ার কারণে। এরপর ২০০৭ এবং ২০১১ সালে আইসিসি সদস্যপদ পেলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে নি আফগানরা। ছবিটা বদলায় ২০১৫ সালে এসে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথমবারের জন্য জায়গা করে নেয় তারা। মহম্মদ নবির (Mohammad Nabi) নেতৃত্বে গ্রুপ পর্বের ৬টি ম্যাচে অংশ নেয় আফগানিস্তার। এর মধ্যে জেতে একটি ম্যাচ। নিউজিল্যান্ডের ডুনেডিনের মাঠে তারা ১ উইকেটে হারায় স্কটল্যান্ডকে। বিশ্বকাপের মঞ্চে এটিই এখনো অবধি আফগানিস্তানের প্রথম এবং একমাত্র জয়।

২০১৯ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট ৯টি ম্যাচ খেললেও একটিতেও জিততে পারে নি তারা। গুলবদন নায়েবের (Gulbadin Naib) নেতৃত্বাধীন দল দেশে ফেরে শূন্য পয়েন্ট-সহ। ইয়ন মর্গ্যান (Eoin Morgan) এক ইনিংসে ১৭ ছক্কা মারার রেকর্ড করেন তাদের বিরুদ্ধে। ভারতের মহম্মদ শামি (Mohammad Shami) নেন হ্যাট্রিক। ২০২৩ সালের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতের মাটিতে। স্পিন সহায়ক পিচে সুবিধা পেতে পারে আফগানিস্তান দল। তাদের হাতে থাকছেন রশিদ খান (Rashid Khan), মুজিব উর রহমানের মত বিশ্বমানের স্পিনার। স্পিনের জালে প্রতিপক্ষকে ফাঁসিয়ে সাফল্য পেতে পারে তারা। এমনকি বর্তমানে ব্যাটিং-এর দিক থেকেও অনেকখানি এগিয়ে এসেছে আফগান দল। রহমানুল্লাহ গুরবাজ (Rahamanullah Gurbaz), ইব্রাহিম জাদ্রানদের মত তরুণ তুর্কির হাত ধরে সাফল্য পেতে পারে তারা। ভারতের মাটিতে সেই কারণেই আফগানিস্তানকে ‘ডার্ক হর্স’ বলছেন অনেক বিশেষজ্ঞই।

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের সম্পূর্ণ ক্রীড়াসূচি-

Afghanistan Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
Afghanistan Cricket Team | Image: Getty Images

গ্রুপ পর্ব-

    তারিখ          ম্যাচ  ভেন্যু
০৭/১০/২০২৩ আফগানিস্তান বনাম বাংলাদেশ  ধর্মশালা
১১/১০/২০২৩ আফগানিস্তান বনাম ভারত  দিল্লী
১৫/১০/২০২২ আফগানিস্তান বনাম ইংল্যান্ড  দিল্লী
১৮/১০/২০২৩ আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড  চেন্নাই
২৩/১০/২০২৩ আফগানিস্তান বনাম পাকিস্তান  চেন্নাই
৩০/১০/২০২৩ আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা  পুণে
০৩/১১/২০২৩ আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস লক্ষ্ণৌ
০৭/১১/২০২৩ আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া  মুম্বই
১০/১১/২০২৩ আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা  আহমেদাবাদ

সেমিফাইনাল-

   তারিখ        ম্যাচ          ভেন্যু
১৫/১০/২০২৩ সেমিফাইনাল ১ ওয়াংখেড়ে, মুম্বই
১৬/১০/২০২৩ সেমিফাইনাল ২ ইডেন গার্ডেন্স, কলকাতা

ফাইনাল-

   তারিখ         ম্যাচ         ভেন্যু
১৯/১১/২০২৩ বিজয়ী সেমিফাইনাল ১ বনাম বিজয়ী সেমিফাইনাল ২ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

World Cup 2023-এর জন্য সম্ভাব্য আফগানিস্তান স্কোয়াড-

afghanistan cricket team | World Cup 2023 | Image: Getty Images
Afghanistan Cricket Team | Image: Getty Images

হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদ্রান, ইকরাম আইখিল, নাজিবুল্লাহ জাদ্রান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রহমত শাহ, রশিদ খান, শহীদুল্লাহ, ফজলহক ফারুখি, মহম্মদ সেলিম, মুজিব-উর-রহমান, নিজাত মাসুদ।

Also Read: টিম ইন্ডিয়া থেকে পার্মানেট ছুটি হলো রোহিত শর্মার, জায়গা করে নিলেন এই তরুণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *