টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রতীক্ষার প্রহর গোণা শুরু করে দিয়েছে ক্রিকেটজনতা। মাঝে বাকি আর মাত্র একটা মাস। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের বিশ্বকাপের আসর। মূলপর্বে এবার দেখা যাবে ২০ দলকে। নতুন আঙ্গিকে, নতুন ফর্ম্যাট সহ এবার ফিরছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) । সেই কারণেই আগ্রহ বাড়ছে এবারের প্রতিযোগিতা নিয়ে। গত পরশু প্রথম দেশ হিসেবে আসন্ন টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। একই পথে হেঁটে এরপর দল ঘোষণা করেছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত দেশ। টি-২০ ফর্ম্যাটে ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত আফগানিস্তানও পিছিয়ে থাকলো না। ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারাও। রয়েছেন তিন ট্র্যাভেলিং রিজার্ভ’ও। পরিচিত তারকাদের সাথে বেশ কিছু নতুন মুখ রয়েছেন দলে।
Read More: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়া’র, বিধ্বংসী ফর্মে থাকা ব্যাটারের ঠাঁই হলো না স্কোয়াডে !!
স্পিন সমৃদ্ধ স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের-
মাসখানেক আগেই কোমরের অস্ত্রোপচার করাতে হয়েছিলো রশিদ খান’কে (Rashid Khan)। চোট সারিয়ে তিনি ফিরেছেন আইপিএলে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দেশের জার্সি গায়ে দেখা যাবে আফগান লেগস্পিন জাদুকরকে। অভিজ্ঞ তারকার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। যে পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে আফগান বোর্ডের তরফ থেকে সেখানে স্পিন তারকার ছড়াছড়ি। রশিদের সাথে রয়েছেন মুজিব উর রহমান (Mujeeb-ur-Rahman)। আইপিএলে কেকেআরের হয়ে খেলেন নি তিনি। কিন্তু দেশের হয়ে কুড়ি-বিশের বিশ্বকাপে মাঠে ফিরছেন তিনি। এছাড়াও থাকছেন চায়নাম্যান নূর আহমেদ (Noor Ahmed)। নূর-রশিদ-মুজিব ত্রয়ী ঘাতক হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এছাড়াও আফগানিস্তান স্কোয়াডে রয়েছেন তরুণ তুর্কি নাঙ্গিয়াল খারোটি (Nangyal Kharoti)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের মার্চেই অভিষেক সিরিজে নজর কেড়েছিলেন তিনি। ৩ ম্যাচে ২০ বছর বয়সী স্পিনার ৫.৯০ ইকোনমি রেটে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। এছাড়াও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অলরাউন্ডার মহম্মদ নবিও (Mohammad Nabi) থাকবেন আফগানিস্তানের তারকাখচিত স্পিন বিভাগে। তিন জন ফাস্ট বোলার রয়েছেন স্কোয়াডে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ নবীন উল হক’কে (Naveen-ul-Haq) দেখা যাবে টি-২০ বিশ্বকাপে। তাঁর সাথে দেখা যাবে ফরিদ আহমেদ ও ফজলহক ফারুখি’কে। অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই ও গুলবদন নাইব’ও প্রয়োজনে করতে পারেন পেস বোলিং।
নজর থাকবে গুরবাজ-জাদরান জুটির উপর-
গত বছরের ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম্যান্স করেছিলো আফগানিস্তান ব্যাটিং। রান পেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz), ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপেও আফগান শিবিরের মূল দুই ব্যাটিং ভরসা তাঁরা দুজনেই। চলতি আইপিএলে একটি ম্যাচেও এখনও মাঠে নামার সুযোগ পান নি গুরবাজ। রয়েছেন রিজার্ভ বেঞ্চে। ম্যাচ প্র্যক্টিস ছাড়া সরাসরি টি-২০ বিশ্বকাপের আসরে খেলতে নামা চ্যালেঞ্জিং হতে পারে উইকেটরক্ষক-ব্যাটারের কাছে। ইকরাম আলিখিল, হাসমাতুল্লাহ শাহিদীর জায়গা হয় নি কুড়ি-বিশের বিশ্বকাপের দলে। তবে রয়েছেন করিম জানাত (Karim Zanat), নাজিবুল্লাহ জাদরান।
মিডল অর্ডারের ভার সামলাতে হবে আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) ও গুলবদিন নাইবকে। ওমরজাই গত বছর বিশ্বকাপে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম্যান্স করেছিলেন। দেশের জার্সিতে ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁর। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ধুন্ধুমার পারফর্ম্যান্সের পর আরও একবার জাত চেনানোর প্রচেষ্টায় থাকবেন গুলবদিন’ও (Gulbadin Naib)। আফগান ক্রিকেট সমর্থকেরা আশা রাখছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ ঈশাকের (Mohammad Ishaq) থেকে। ‘ফিনিশার’-এর ভূমিকায় রয়েছেন মহম্মদ নবি। টি-২০ বিশ্বকাপে আফগানরা রয়েছেন গ্রুপ-সি’তে। জুন মাসের ৩, ৭, ১৩ ও ১৭ তারিখে যথাক্রমে উগান্ডা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।
এক নজরে আফগানদের T20 বিশ্বকাপের দল-
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ ঈশাক (উইকেটরক্ষক), মহম্মদ নবি, গুলবদিন নাইব, করিম জানাত, নাঙ্গিগাল খারোটি, মুজিব উর রহমান, নূর আহমেদ, নবীন উল হক, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুখি।
ট্র্যাভিলিং রিজার্ভ- সাদিক অটল, হাজরাতুল্লাহ জাজাই, সালিম সফি।