CT 2025: ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে আশা জাগিয়েও শেষ চারে জায়গা করে নিতে পারে নি আফগানিস্তান। সেই আক্ষেপ তারা মিটিয়েছিলো গত বছরের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। অস্ট্রেলিয়া, বাংলাদেশের মত প্রতিপক্ষকে ধরাশায়ী করে প্রথমবারের জন্য পা রেখেছিলো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে। সেবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে থেমেছিলো রশিদ খানদের (Rashid Khan) স্বপ্নের দৌড়। আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) উন্নতির সেই ধারা বজায় রাখতে চায় আফগান আটালান। গ্রুপ-বি’তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে রয়েছে তারা। তালিবান শাসনে নারীদের উপর অত্যাচারের প্রতিবাদ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে উঠেছে আফগানদের বয়কটের ডাক। বাইশ গজের যুদ্ধে তাদের হারিয়ে ‘জবাব’ দিতে চাইবেন ক্রিকেটাররা।
Read More: CT 2025 Squad Analysis: লিটন-শাকিব’কে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, দেখে নিন টাইগার স্কোয়াডের নীল নকশা !!
নেতৃত্বে শাহিদী, ভারসাম্য রয়েছে ব্যাটিং-এ-
ভারতের মাঠে ওডিআই বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হাসমাতুল্লাহ শাহিদী (Hashmatullah Shahidi)। এবার পাকিস্তানের মাঠে দায়িত্ব সামলানোর পালা তাঁর। অধিনায়কের থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় আফগানিস্তান। টপ-অর্ডারে ব্যাট হাতে দেখা যাবে রহমানুল্লাহ গুরবাজ (Rahamanullah Gurbaz) ও ইব্রাহিম জাদ্রানকেও। চমৎকার ফর্মে রয়েছেন দু’জনেই। তরুণ তুর্কি সিদ্দিকুল্লাহ অটলকেও রাখা হয়েছে পনেরো জনের স্কোয়াডে। মিডল অর্ডারে অধিনায়ক শাহিদীর সাথে দেখা যেতে পারে রহমত শাহ’কে (Rahmat Shah)। রয়েছেন ইক্রাম আলিখিল’ও। গুরবাজ ও আলিখিল-দুজনেই যদি প্রথম একাদশে থাকেন তাহলে উইকেটরক্ষক হিসেবে কে মাঠে নামেন সেদিকে নজর রয়েছে ক্রিকেটদুনিয়ার। আফগানিস্তানের শক্তি বাড়াচ্ছে তাদের অলরাউন্ডাররা। রয়েছেন আজমাতুল্লাহ ওমরজাই ও মহম্মদ নবি।
এছাড়া রশিদ খান’ও (Rashid Khan) সাম্প্রতিক কালে ব্যাট হাতে একাধিক কার্যকরী ইনিংস খেলেছেন আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনিও। গত কয়েকটি টুর্নামেন্টে আফগানদের সাফল্যের অন্যতম কারণ স্থানীয় পরামর্শদাতা নির্বাচনের ক্ষেত্রে তাদের মুন্সীয়ানা। ভারতে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে এসে তারা পরামর্শদাতা নির্বাচন করেছিলো অজয় জাদেজাকে (Ajay Jadeja)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাফল্যের অন্যতম কারণ ছিলো ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) যোগদান। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলার আগে তারা পরামর্শদাতা নিয়োগ করেছে ইউনিস খান’কে (Younis Khan)। তাঁর হাত ধরে দেশের ক্রিকেট ইতিহাসে আরও একটা সোনালী পালক যোগের চেষ্টায় থাকবেন শাহিদী-গুরবাজরা।
দুর্দান্ত বোলিং আক্রমণ আফগানদের-
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) আফগানিস্তানের অন্যতম অস্ত্র তাদের বোলিং বিভাগ। তিন ফ্রন্টলাইন স্পিনার ও তিন পেসারকে রেখে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকেরা। সাথে রয়েছেন একঝাঁক অলরাউন্ডার’ও। ঘূর্ণি বোলিং-এ নজর কাড়তে পারেন রশিদ খান। সঙ্গে থাকবেন তরুণ তুর্কি আল্লাহ গজনফর ও চায়নাম্যান নূর আহমেদ (Noor Ahmed)। অভিজ্ঞ মহম্মদ নবিকেও দেখা যাবে হাত ঘোরাতে। পেস বিভাগে আফগানদের বাজি হতে পারেন ফজলহক ফারুখি (Fazalhaq Farooqi)। টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। চাইবেন সেই ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ধরে রাখতে। ফরিদ মালিক ও নবীন জাদ্রানকেও রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়া অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব’ও হতে পারেন অতিরিক্ত পেস বিকল্প। দরবেশ রাসুলি, নানগিয়াল খারোটি ও বিলাল সামি’কে রিজার্ভে রাখা হয়েছে।
এক নজরে সম্পূর্ণ দল-
Happy with our 15-member #AfghanAtalan lineup for the ICC Champions Trophy!? 🤩🏆#ChampionsTrophy 🔗: https://t.co/uZfvLZ8U8D pic.twitter.com/7bmUJuzHFb
— Afghanistan Cricket Board (@ACBofficials) January 12, 2025
Also Read: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরাহ, ‘অশনি সঙ্কেত’ দেখছে টিম ইন্ডিয়া !!