ভারত-শ্রীলঙ্কা সিরিজের মাঝেই 'ম্যাচ ফিক্সিং', এই খেলোয়াড়কে ৫ বছরের জন্য ব্যান করলো ক্রিকেট বোর্ড !! 1

চলছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ওডিআই সিরিজ। ধুন্ধুমার ক্রিকেট খেলে ফেভারিট ভারতকে আপাতত পিছনে ফেলে দিয়েছে লঙ্কানরা। আজ সিরিজের শেষ ম্যাচে সমতা ফেরানোর লড়াইতে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত-কোহলিরা যখন সম্মানরক্ষার লড়াইতে নামার চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, তখনই এক চমকে দেওয়ার মত খবরে নড়েচড়ে বসলো ক্রিকেটবিশ্ব। আরও একবার ম্যাচ ফিক্সিং-এর অন্ধকার গ্রাস করলো বাইশ গজের দুনিয়াকে। নব্বইয়ের দশকে ভারতের মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়েদের (Hansi Cronje) গড়াপেটার খবর সামনে এসেছিলো। এরপর মহম্মদ আমির (Mohammad Amir), সলমন বাট, মহম্মদ আসিফের স্পট ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত হয়েছিলো পাকিস্তান ক্রিকেট। এবার গড়াপেটের দায়ে অভিযুক্ত আফগান ক্রিকেটার ইহসানুল্লাহ জানাত (Ihsanullah Janat)।

Read More: টলছেন কাম্বলি, প্রাক্তন তারকার শারীরিক অবস্থা দেখে স্তম্ভিত ক্রিকেটবিশ্ব !!

কি করেছেন ইহসানুল্লাহ জানাত?

Ihsanullah Janat | ক্রিকেট | Image: Getty Images
Ihsanullah Janat | Image: Getty Images

২৬ বর্ষীয় ইহসানুল্লাহ জানাত (Ihsanullah Janat) আফগান জাতীয় দলের হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ১৬টি একদিনের ম্যাচ ও ১টি টি-২০। টপ-অর্ডার ব্যাটারের রান সংখ্যা যথাক্রমে ১১০, ৩০৭ ও ২০। টেস্টে ১টি ও ওডিআই-তে ৩টি অর্ধশতক’ও রয়েছে তাঁর। আন্তর্জাতিক স্তরে নয় বরং আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কাবুল প্রিমিয়ার লীগে (KPL) তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্স করার অভিযোগ উঠেছে। শামসাদ ঈগলস দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ৪ ইনিংসে করেন মাত্র ৭২ রান। গড় ছিলো ১৮। ছয়দলীয় টুর্নামেন্টে ইহসানুল্লাহের (Ihsanullah Janat) দল শেষ করে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে। পাঁচটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পেয়েছিলো তারা। অভিযোগ পাওয়ার পর ইহসানুল্লাহ’র বিরুদ্ধে তদন্ত চালিয়ে ছিলো আফগানিস্তান বোর্ড (ACB)। তাঁর বিরুদ্ধে আইসিসি দুর্নীতিদমক কোডের ২.১.১ ধারা ভঙ্গের প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে।

শাস্তি ঘোষণা করেছে আফগান ক্রিকেট সংস্থা-

Afghanistan Cricket Board | Image: Twitter
Afghanistan Cricket Board | Image: Twitter

আজ সকালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। সেখানে জানানো হয়েছে যে, “(ইহসানুল্লাহ) জানাতের বিরুদ্ধে আইসিসি’র অ্যান্টি-করাপশন কোডের ২.১.১ ধারা (ম্যাচের ফলাফল অনৈতিক ভাবে প্রভাবিত করা, ম্যাচের গতিপথকে পরিবর্তন করা বা ম্যাচের অন্য যে কোনো বিষয়কে প্রভাবিত করা) ভঙ্গ করার প্রমাণ মিলেছে। এই অপরাধ সামনে আসার পর ওঁকে পাঁচ বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হলো। জানাত নিজের অপরাধ শ্বীকার করে নিয়েছেন ও জানিয়েছেন যে তিনি অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন।” একা ইহসানুল্লাহ নয়, আফগানিস্তান বোর্ডের দুর্নীতি দমন শাখা জানিয়েছেন রেডারে রয়েছেন অন্তত আরও দু’জন খেলোয়াড়। তাঁদের বিরুদ্ধে তদন্তে কি উঠে আসে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।

দেখে নিন বিজ্ঞপ্তি’টি-

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান-

Afghanistan Cricket Team | Image: Getty Images
Afghanistan Cricket Team | Image: Getty Images

সম্প্রতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে পৌঁছে সাড়া ফেলে দিয়েছিলো আফগানিস্তান দল। সুপার এইটের লড়াইতে তারা হারিয়েছিলো অস্ট্রেলিয়ার মত শক্তিশালী প্রতিপক্ষকে। শেষ চারের ম্যাচে অবশ্য হারতে হয়েছিলো দক্ষিণ আফ্রিকার কাছে। তবুও রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিদের কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। কুড়ি-বিশের বিশ্বকাপের পর দিনকয়েকের বিরতিতে ছিলেন ক্রিকেটাররা। অবশেষে ফের মাঠে নামছেন তাঁরা। সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে আফগানিস্তান মুখোমুখি হতে চলেছে হেভিওয়েট দক্ষিণ আফ্রিকার। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দুই দল। প্রথম ওডিআই ম্যাচটি রয়েছে ১৮ সেপ্টেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ২০ ও ২২ সেপ্টেম্বরেও সেখানেই বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে আফগান আটালান ও প্রোটিয়ারা।

Also Read: ঘোষিত হলো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল, দায়িত্ব পেলেন নতুন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *