Asia Cup 2025: অলরাউন্ড দাপট! হংকংকে ৯৪ রানে হারালো আফগানিস্তান !! 1

এশিয়া কাপ ২০২৫’এর (Asia Cup 2025) প্রথম ম্যাচেই অসাধারণ প্রদর্শন দেখিয়ে জয় ছিনিয়ে নিলো আফগানিস্তান দল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হংকংকে ধরাশায়ী করে দিলো আফগান বাহিনী। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অসাধারণ অল রাউন্ড প্রদর্শন দেখালো আফগান বাহিনী। আফগানিস্তান দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় আফগান দল। উইকেট রক্ষক রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) ৫ বলে ৮ এবং  ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ৪ বলে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

দ্রুত দুই উইকেট হারাতে দলের সবথেকে অভিজ্ঞ মোহম্মদ নবীকে (Mohammed Nabi) ব্যাটিংয়ে পাঠিয়ে দেয় আফগান ম্যানেজমেন্ট। নবী ও ওপেনার সেদিকুল্লা অটলের মধ্যে ৫১ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ২৬ বলে ৩৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন নবী। শেষের দিকে ২১ বলে ৫টি ছক্কা ও ২টি চারের বিনিময়ে ৫৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন আজমাতুল্লা ওমরজাই। আফগান দলের হয়ে ৫২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন ওপেনার ব্যাটসম্যান সাদিকুল্লা অটল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান বানায় আফগানিস্তান।

Read More: “ধোনির জন্য গিরগিটির মতো..”, দীর্ঘদিনের অজানা অতীত তুলে এনে বিস্ফোরক দীনেশ কার্তিক !!

প্রথম ম্যাচেই বড় জয় পেল আফগান বাহিনী

Asia cup 2025
Afghanistan vs Hong Kong | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে শতরানের গন্ডিও পার করতে পারেনি হংকং দল। পাওয়ার প্লের ভিতরেই চারটি উইকেট হারিয়ে ফেলে। ভুল বোঝাবুঝির জন্যই ৪ উইকেট হারিয়ে ফেলে হংকং। আফগান বোলারদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যাকফুটেই ছিল হংকংয়ের ব্যাটিং লাইন আপ। ৯৪ রানে শেষ হয় তাদের ব্যাটিং। অংশুমান রথ ১ বলে ০, জিসান আলী ৬ বলে ৫, নিজাকাত খান ০ বলে ০ এবং কালহান চাল্লু ৮ বলে ৪ রান বানিয়ে পাওয়ার প্লের মধ্যেই উইকেট হারিয়ে ফেলেন। হংকংয়ের থেকে কেবলমাত্র দুইজন – হায়াৎ ও ইয়াসিম মুর্তজা দুই সংখ্যার স্কোর বানাতে সক্ষম হয়েছিল। হায়াৎ ৪৩ বলে ৩৯ রান এবং ইয়াসিম ২৬ বলে ১৬ রান বানান। আফগানিস্তানের হয়ে ফয়জল হক ফারুকী এবং গুলবাদিন নাইব দুটি করে উইকেট নেন। পাশাপশি রশিদ খান ও নূর আহমেদ একটি করে উইকেট পান। ৯৪ রানে প্রথম ম্যাচ জিতে আফগানিস্তান বি গ্রুপের শীর্ষে পৌঁছে গেল।

Read Also: Asia Cup 2025 IND vs UAE: বাদের খাতায় সঞ্জু-রিঙ্কু, আমিরশাহীর বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অস্ত্র স্পিন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *