afg-vs-nz-one-off-test-match-preview

AFG vs NZ: গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটের আকাশে উল্কার গতিতে উত্থান আফগানিস্তানের। অতি অল্প সময়ে একের পর এক কঠিন মাইলফলক পেরিয়ে এসেছে তারা। গত বছরের অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) মঞ্চে চমক দিয়েছিলো তারা। পাকিস্তান, ইংল্যান্ডের মত হেভিওয়েট দলকে হারিয়ে একটা সময় শেষ চারের দৌড়ে জায়গা করে নিয়েছিলো। এই বছরের টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) জারি ছিলো সেই স্বপ্নের দৌড়। নিউজিল্যান্ডের মত দল’কে হারিয়ে যাত্রা শুরু করেছিলো আফগানরা। পৌঁছেছিলো সুপার এইটে। এরপর  অস্ট্রেলিয়া ও বাংলাদশকে হারিয়ে প্রথমবারের জন্য আইসিসি আয়োজিত কোনো প্রথম শ্রেণির প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলার কৃতিত্ব’ও অর্জন করে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলেও আফগানিস্তানের লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেটবিশ্ব।

সীমিত ওভারের দুই ফর্ম্যাটে ইতিমধ্যেই বিশ্বের দরবারে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে আফগানিস্তান। হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ের অন্যতম ‘জায়ান্ট কিলার।’ এবার লাল বলের ক্রিকেটেও দৃপ্ত ছন্দে এগিয়ে চলাই লক্ষ্য তাদের। ইতিমধ্যেই আয়ারল্যান্ড, বাংলাদেশ, জিম্বাবুয়ের মত দলকে হারাতে সক্ষম হয়েছে তারা। আপাতত লক্ষ্য নিউজিল্যান্ড (AFG vs NZ)। ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপ জয়ীদের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে আফগান’রা। প্রতিবেশী দেশ’কে এই ম্যাচ আয়োজনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। গ্রেটার নয়ডার শহীদ বিজয় পথিক সিং স্পোর্টস কমপ্লেক্সের ৮০০০ আসনবিশিষ্ট মাঠে হোম টেস্টটি আয়োজন করছে আফগানিস্তান। টিম সাউদীর (Tim Southee) দলকে রুখে দিতে পারবেন হাসমাতুল্লাহ শাহিদী, ইব্রাহিম জাদ্রান’রা? উত্তর মিলবে দিনকয়েকের মধ্যেই।

Read More: বিসিসিআই-এর উপেক্ষার জবাব দিলেন এই বোলার, বিধ্বংসী স্পেলে গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষকে !!

AFG vs NZ টেস্ট ম্যাচের ক্রীড়াসূচি-

একমাত্র টেস্ট ম্যাচ

তারিখ- ৯ সেপ্টেম্বর-১৩ সেপ্টেম্বর, ২০২৪

ভেন্যু- শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্স, গ্রেটার নয়ডা

সময়- সকাল ১০টা (ভারতীয় সময়)

Greater Noida Pitch and Weather Report-

Shahid Vijay Singh Pathik Sports Complex | AFG vs NZ | Image: Getty Images
Shahid Vijay Singh Pathik Sports Complex | Image: Getty Images

গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে মুখোমুখি আফগানিস্তান ও নিউজিল্যান্ড (AFG vs NZ)। এই মাঠে এই প্রথমবার টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। এর আগে ২০১৭ সালে আফগানিস্তানকে এখানে হোম ম্যাচ খেলার অনুমতি দিয়েছিলো বিসিসিআই। তখন আন্তর্জাতিক ওডিআই ও টি-২০ খেলেছে তারা। প্রায় ৭ বছর পর আফগান’রা ফিরছেন গ্রেটার নয়ডায়। এখানে পাঁচটি ওডিআই ম্যাচের মধ্যে তিনটিতে রান তাড়া করে জয় এসেছে। দুটি জয় এসেছে প্রথমে ব্যাটিং করে। ৬টি টি-২০’র মধ্যে চারটিতে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে, ১টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। আর একটি ম্যাচ টাই হয়েছে। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই নিয়মিতভাবে এখানে বড় রান উঠেছে। টেস্টেও ব্যাটিং সহায়ক উইকেটও আশা করছেন বিশেষজ্ঞরা।

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড (AFG vs NZ) টেস্ট ম্যাচটির প্রথম দিনের একটি টিকিট’ও নাকি পড়ে নেই, খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকলেও রক্তচক্ষু দেখাচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সোমবার থেকে শুক্রবার, অর্থাৎ ম্যাচের পাঁচ দিনের মধ্যে ৫০-৭০ শতাংশ থাকছে বর্ষণের সম্ভাবনা। যা চ্যালঞ্জের মুখে ফেলতে পারে বাইশ গজের লড়াইকে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী থেকে ৩৩ ডিগ্রী’র মধ্যে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ক্রিকেটারদের সমস্যায় ফেলতে পারে গ্রেটার নয়ডার আর্দ্রতা। যা ৭৭ থেকে ৮৬ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা। হাওয়া বইতে পারে ৬ থেকে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।

 AFG vs NZ, হেড টু হেড পরিসংখ্যান-

AFG vs NZ | Image: Getty Images
AFG vs NZ | Image: Getty Images

টেস্ট ক্রিকেটে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড (AFG vs NZ)। তবে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই এর আগে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা। ৩টি ওডিআই’তে একচেটিয়া দাপট দেখিয়েছে কিউইরা। জিতেছে তিনটিই। তাদের ১টি জয় এসেছে ঘরের মাঠে, বাকি দুটি নিউজিল্যান্ড জিতেছে নিরপেক্ষ মাঠে। টি-২০তে ২টি ম্যাচের মধ্যে ১টি জিতেছে ‘ব্ল্যাক ক্যাপস’রা। আফগান আটালানদের জয়ের সংখ্যা ১। দুটি খেলাই হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

AFG vs NZ | Image: Twitter
AFG vs NZ | Image: Twitter

আফগানিস্তান (AFG)-

হাসমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদ্রান, রহমত শাহ, রিয়াজ হাসান, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), শাহিদুল্লাহ কামাল, কায়েস আহমেদ, আজমাতুল্লাহ ওমরজাই, জাহির খান, জিয়া-উর রহমান, নিজাত মাসুদ।

নিউজিল্যান্ড (NZ)-

টম ল্যাথাম (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, গ্লেন মিচেলস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদী (অধিনায়ক), মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, ম্যাট হেনরী।

Also Read: বাংলাদেশ সিরিজের আগেই বড় সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি অলরাউন্ডার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিলেন অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *