AFG vs NZ: উপমহাদেশীয় ক্রিকেটের নতুন শক্তি রূপে দ্রুত পাদপ্রদীপের আলোয় জায়গা করে নিয়েছে আফগানিস্তান। ভারতের মাটিতে গত বছরের ওডিআই বিশ্বকাপে চমকপ্রদ পারফর্ম্যান্স করেছিলো তারা। হারিয়েছিলো পাকিস্তান, ইংল্যান্ডের মত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। এই বছরের টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) উজ্জ্বল উপস্থিতি ছিলো তাদের। অস্ট্রেলিয়ার মত বড় দল’কে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো তারা। কুর্নিশ আদায় করে নিয়েছিলো ক্রিকেটবিশ্বের। আফগানদের সাম্প্রতিক পারফর্ম্যান্স তাদের বিশ্বব্যপী স্বীকৃতি এনে দিয়েছে। হেভিওয়েট দলগুলি নিয়মিত সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের বিরুদ্ধে। পড়শি দেশে ক্রিকেটের প্রসারে সাহায্যের হাত বাড়িয়েছিলো ভারত’ও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (AFG vs NZ) টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে নয়ডার মাঠ ব্যবহারের অনুমতি আফগানিস্তানকে দিয়েছিলো বিসিসিআই।
Read More: “বাংলাদেশ নয়, আসল চ্যালেঞ্জ তো…” মুখ খুললেন সৌরভ, টিম ইন্ডিয়াকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন অধিনায়কের !!
বৃষ্টিতে পণ্ড হলো ম্যাচ-
গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ খেলেছিলো আফগানিস্তান (AFG)। প্রায় ৭ বছর পর তাদের ফেরার কথা ছিলো এই মাঠে। কিন্তু আবহাওয়ার চোখরাঙানিতে সেই স্বপ্ন আর বাস্তবে পর্যবসিত হলো না। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিলো আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড (AFG vs NZ) টেস্ট। বৃষ্টি থেমেছিলো রবিবার রাত্রে। তা সত্ত্বেও পরবর্তী দুই দিনে মাঠে এক বল’ও এগিয়ে নিয়ে যাওয়া গেলো না ম্যাচ। ভিজে আউটফিল্ডের কারণে বাধাপ্রাপ্ত হলো ক্রিকেট। সোমবার দিন অন্তত ছয়বার মাঠ পরিদর্শনে এসেছিলেন আম্পায়াররা। কিন্তু মিড অন ও মিড অফের কাছে বেশ খানিকটা অংশ ভেজা ছিলো। ৩০ গজের বৃত্তের কাছেও অনেকখানি জায়গায় জমে ছিলো জল। ফলে সবুজ সংকেত দিতে পারেন নি তাঁরা।
দ্বিতীয় দিনেও দেখা যায় একই চিত্র। মাঠকর্মীরা স্ট্যান্ড ফ্যান, কাঠের গুঁড়ো, বালি ব্যবহার করে ভেজা অংশ শুকিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করলেও আসে নি সাফল্য। কেন সুপার সপার বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় নি তা নিয়ে ওঠে প্রশ্ন। মাঠ পরিদর্শনের পর আরও একবার হতাশাজনক খবরই দেন আম্পায়ার’রা। আশা ছিলো আজ অর্থাৎ তৃতীয় দিন শুরু করা যাবে খেলা। আফগান ক্রিকেট সংস্থার (ACB) তরফ থেকে সেই মর্মে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছিলো গতকাল রাতে। কিন্তু বিধি বাম। আজ সকাল থেকে ফের বৃষ্টি হচ্ছে গ্রেটার নয়ডা অঞ্চলে। ধারাভাষ্য প্যানেলের সদস্য অ্যান্ড্রু লেনার্ড (Andrew Leonard) ঘোষণা করে দেন যে গোটা ম্যাচটিই পরিত্যক্ত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। অপর্যাপ্ত পরিকাঠামোই শেষমেশ বাধা হয়ে দাঁড়ালো বাইশ গজের দ্বৈরথের সামনে।
ক্ষোভের আগুন আফগান বোর্ডের অন্দরে-
গ্রেটার নয়ডার এই মাঠটি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (UPCA) দেখভাল করে না। রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নয়ডা ইন্ডাস্ট্রিয়াল অথরিটি বোর্ড। এর আগে নিয়ম ভেঙে বিসিসিআই-এর নির্বাসনের মুখেও পড়েছিলো মাঠটি। কিছুদিন আগেই আইসিসি’র তরফে পুনরায় ছাড়পত্র দেওয়া হয়েছিলো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। কিন্তু আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড (AFG vs NZ) ম্যাচে যে চূড়ান্ত অব্যবস্থা চোখে পড়েছে তার পর এই মাঠের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন রয়েছে যাচ্ছে। নিকাশী সমস্যা, আউটফিল্ডের বেহাল দশা মুখ পুড়িয়েছে ভারতের। সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টারেও যথেষ্ট সুযোগসুবিধা ছিলো না বলে অভিযোগ উঠেছে। ব্যবস্থাপনায় প্রচণ্ড ক্ষুব্ধ আফগান ক্রিকেট বোর্ড’ও। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, “জঘন্য ব্যবস্থা। এখানে আর কখনও আসবো না। আমাদের আশ্বস্ত করা হয়েছিলো। কিন্তু কিছুই বদলায় নি। ”