AFG vs NZ: টি-২০ বিশ্বকাপের সাফল্যের পর গত সোমবার থেকে মাঠে ফেরার কথা ছিলো আফগানিস্তান দলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (AFG vs NZ) একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো তাদের। রাজনৈতিক কারণে নিজেদের ঘরের মাঠে এখনই ম্যাচ আয়োজন করতে সক্ষম নয় আফগানরা। অধিকাংশ হোম ম্যান তারা খেলে সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু সেখানের গরমে টেস্ট ম্যাচ আয়োজন এই মুহূর্তে সম্ভব নয়। প্রতিবেশী দেশকে সাহায্য করতে এগিয়ে এসেছিলো ভারত। ঠিক হয় গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলা হবে টেস্ট ম্যাচ’টি। ২০১৭ সালে এই মাঠে ওডিআই ও টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে আফগানদের। সবকিছু এগোচ্ছিলো মসৃণ গতিতে। ভারতে এসে উপস্থিত হয়েছিলো দুই দল। কিন্তু বাধ সেধেছে বৃষ্টি। টেস্টের ময়দানে কিউইদের মহড়া নেওয়ার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না আফগান আটালানদের।
Read More: AFG vs NZ: তৃতীয় দিনেই পরিত্যক্ত আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট, মুখ পুড়লো ভারতের !!
শেষমেশ ভেস্তেই গেলো টেস্ট ম্যাচ-
গ্রেটার নয়ডার মাঠ নিয়ে অভিযোগের অন্ত নেই গত কয়েক দিনে। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ম্যাচ আয়োজন করা যে সহজ হবে না তা আন্দাজ করাই গিয়েছিলো। কিন্তু এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা হয়ত কল্পনা করতে পারেন নি আয়োজকরা। নয়ডায় বৃষ্টি থেমেছিলো রবিবার রাতে। এরপর টানা দু’দিন বর্ষণ না হলেও ভিজে রইলো আউটফিল্ড। ফলে শুরুই করা যায় নি খেলা। সোমবার মাঠ পরিদর্শনে এসে আম্পায়াররা লক্ষ্য করেন যে মিড অন ও মিড অফ অঞ্চলে আউটফিল্ড ভিজে। ৩০ গজের বৃত্তের আশেপাশেও জমে রয়েছে জল। ছয়বার পরিদর্শন করা হয় মাঠ, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় নি। দ্বিতীয় দিনেও দেখা যায় একই চিত্র। স্ট্যান্ড ফ্যান, কাঠের গুঁড়ো, বালি দিয়ে মাঠ শুকিয়ে তোলার ব্যর্থ প্রচেষ্টা করেন কর্মীরা, কিন্তু লাভ হয় নি কোনো।
বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেখানে ভারতের মাঠেই এত অপেশাদার ব্যবস্থা কেন? উঠতে থাকে প্রশ্ন। অভিযোগের পাহাড় জমা হতে পারে মিডিয়া সেন্টারে সুযোগসুবিধার অভাব নিয়ে, পর্যাপ্ত দর্শকাসন নেই বলেও খবর মেলে। যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলে আজ অর্থাৎ ম্যাচের তৃতীয় দিন খেলা শুরু করা যাবে বলে আশায় ছিলো ক্রিকেটমহল। কিন্তু ফের একবার গলার কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টিই। সকাল থেকে প্রবল বর্ষণের কারণে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড (AFG vs NZ) ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ধারাভাষ্য প্যানেলের সদস্যা অ্যান্ড্রু লেনার্ড খবর প্রকাশ করেন। নয়ডার মাঠে চূড়ান্ত অব্যবস্থা বিস্মিত করেছে আফগান বোর্ড (ACB) কর্তাদেরও। “আর এখানে কখনও আসবো না…” জানিয়েছেন এক উচ্চপদস্থ আধিকারিক।
ভারত নয়, দোষ আফগানদেরই-
আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড (AFG vs NZ) ম্যাচ ভেস্তে যাওয়ার পর অনেক ক্রিকেটবোদ্ধাই আঙুল তুলেছেন বিসিসিআই-এর দিকে। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার উচিৎ ছিলো আরও ভালো কোনো মাঠে ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেওয়া, উঠছে অভিযোগ। তবে তা যে আদৌ সত্যি নয়, তা স্পষ্ট হয়েছে আফগানিস্তানের ক্রিকেট সংস্থা’র (ACB) জারি করা একটি বিবৃতিতেই। তারা গতকাল জানিয়েছে যে ভারতীয় বোর্ডের (BCCI) কাছে লক্ষ্ণৌ, দেহরাদুন ও গ্রেটার নয়ডার মধ্যে একটি ভেন্যু পাওয়ার জন্য আবেদন করা হয়েছিলো। ভারতের ঘরোয়া ক্রিকেট চলার কারণে পাওয়া যায় নি লক্ষ্ণৌ বা দেহরাদুন। সেই কারণে গ্রেটার নয়ডাতেই ম্যাচ আয়োজনের ব্যপারে সবুজ সংকেত দেওয়া হয়। বৃষ্টিতে যে ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনাও বেশ ক্ষতিগ্রস্ত তা ঐ বিজ্ঞপ্তিতে জানায় এসিবি (ACB)।
সংবাদসংস্থা স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে একই কথা জানিয়েছেন এক আফগানিস্তান বোর্ড (ACB) কর্তা’ও। বিসিসিআই যে বিকল্প প্রস্তাবও দিয়েছিলো তাঁদের, স্বীকার করেছেন তাও। তিনি জানান, “বিসিসিআই আমাদের কানপুর, বেঙ্গালুরু ও নয়ডার প্রস্তাব দিয়েছিলো। আমরাই নয়ডা বেছে নিই কারণ জায়গাটা দিল্লী থেকে কাছে এবং কাবুল থেকে এখানে যাতায়াত করা অপেক্ষাকৃত সহজ।” ম্যাচ ভেস্তে যাওয়ার পর স্পষ্ট হয়েছে আফগান সংস্থার ত্রুটিই। আক্ষেপের সুর শোনা গিয়েছে ক্রিকেটমহলে। এরপর মধ্যপ্রাচ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (AFG vs SA) ওডিআই সিরিজ খেলার কথা রয়েছে ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran), ইক্রাম আলিখিল’দের। সেই ম্যাচগুলি সুষ্ঠু ভাবে আয়োজিত হবে, আপাতত এই আশাই রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।