আর মাত্র কয়েক দিনের অপেক্ষার পর শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলংকা জুড়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কারণে বেশ কয়েকজন কয়েকজন পাকিস্তান বংশোদ্ভূত খেলোয়াড়কে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ভিসার জন্য বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে USA’এর তারকা আলী খানকে- যিনি পাক বংশোদ্ভূত খেলোয়াড়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে চিন্তার ভাঁজ। দলের দুই স্পিন অস্ত্র আদিল রশিদ (Adil Rashid) ও রেহান আহমেদ (Rehan Ahmed) এখনও ভারত সরকারের কাছ থেকে ভিসা পেলেন না। যে কারণে বিশ্বকাপের আগেই এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান-বংশোদ্ভূত হওয়াই এই সমস্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান বংশোদ্ভূতদের ভিসা নিয়ে অনিশ্চয়তা

ভারতের ভিসা নীতি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণও করেন, তাহলেও তাঁর/তিনি জন্মসূত্রে যে দেশের নাগরিক সেই দেশের পাসপোর্ট ব্যবহার করেই ভিসার আবেদন করতে হয়। এই নিয়মের জন্যই পাকিস্তান-বংশোদ্ভূত ক্রিকেটারদের ক্ষেত্রে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আদিল রশিদ ও রেহান আহমেদ বর্তমানে ব্রিটিশ নাগরিক হলেও তাঁদের আবেদন করতে হয়েছে পাকিস্তানি পাসপোর্টে। আলী খানের পর আদিল রশিদ ও রেহান আহমেদকে সমস্যায় পড়তে হলো। এর আগে USA’এর খেলোয়াড় আলী খান ভারতের ভিসা না পাওয়ার ক্ষোভ উগরে দিয়েছিলেন সমাজ মাধ্যমে।
Read More: T20 বিশ্বকাপের আগে মাথায় হাত টিম ইন্ডিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !!
রেহান ও রশিদের ভিসা কবে মিলবে, তা নিয়ে বেশ চিন্তায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সূত্রের দাবি, ইসিবি ব্রিটেন সরকারের সাহায্য চেয়েছে, যাতে প্রক্রিয়া দ্রুত হয়। তবে ভারত সরকার এখনও কোনও নিশ্চয়তা দেয়নি। এর ফলে শুধু ইংল্যান্ড দল নয়, বাকি দলগুলোকেও বিশ্বকাপের মঞ্চে প্রভাব পড়তে দেখতে পাওয়া যাবে। আমেরিকা যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, নেপাল, কানাডা, ইংল্যান্ড, জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের দলে একাধিক পাকিস্তান-বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাঁদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে। আগেও ভিসা জনিত সমস্যার মুখোমুখি হতে হয়েছে পাক বংশোদ্ভূত খেলোয়াড়দের। উসমান খাজা, সাকিব জুলফিকার, সাকিব মাহমুদদের ভিস জনিত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যদিও, বিসিসিআই ও ভারত সরকার মিলে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চালাবে বলেই সূত্রের দাবি।