Ishan Kishan Hardik Pandya Prithvi Shaw

IND VS NZ : জমে উঠেছে নিউজিল্যান্ডের ভারত সফর , ওডিআই সিরিজে লজ্জা জনক ব্যর্থতার পরে নিউজিল্যান্ড দল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেত্রত্ত্বাধীন ভারতীয় দলকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানের পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় ভারতীয় দল আবার জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ডের থেকে। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিলেও খুব সহজে মেলেনি জয়, ভারতীয় দলের হয়ে আবার প্রদর্শন দেখালেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ব্যাট হাতে তুলনামূলক ব্যার্থ ভারতীয় টপ অর্ডার। দুই ম্যাচে রান বানাতে পারেননি ঈশান কিষান (Ishan Kishan), শুভমান গিল (Shubman Gill) ও রাহুল ত্রিপাঠি ( Rahul Tripathi), সূত্রের খবর অনুযায়ী এবার ভারতীয় দলে আবার কামব্যাক করতে চলেছেন হার্ড হিটার ব্যাটসম্যান পৃথ্বী শাহ (Prithvi Shah)।

কপাল খুলতে চলেছে পৃথ্বী শাহের

Prithvi Shaw Comeback
Prithvi Shaw might get a chance in 3rd t20i

ভারতীয় দলের প্রতিভাবান আর এক তরুণ ওপেনার হলেন পৃথ্বী শাহ (Prithvi Shah), আসামের বিরুদ্ধে অসাধারণ একটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামে এসেছিলেন, তারপরেই আবার জাতীয় দলে ডাক পান তিনি, ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বারের মতন ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাকে, এমনকি চলতি সিরিজে খারাপ ফর্মে থাকা ঈশান কিষান বা শুভমান গিলের জায়গায় সুযোগ পাচ্ছেন না। তবে সূত্রের খবর অনুযায়ী উইকেটরক্ষক ঈশান কিষানের জায়গায় দলে সুযোগ পেতে চলেছেন হার্ড হিটার ব্যাটসম্যান পৃথ্বী। ক্যারিয়ারে এর আগে তিনি কেবলমাত্র একটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, তবে বিনা খাতা খুলেই হারিয়ে ফেলেন তার উইকেট।

পারফরমেন্স দেখাতে ব্যার্থ ঈশান কিষান

Ishan kishan flop show
Prithvi Shaw likely to replace Ishan Kishan

ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ঈশান কিষান বিগত কয়েকটি সিরিজ ধরেই নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারছেন না, এবছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দল আপাতত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, এই সব ম্যাচেই ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে ঈশান কিষাণ ও শুভমান গিলকে। দুজনের ব্যাট থেকেই আহামরি কোনো প্রদর্শন আসেনি, এমনকি ঈশানের ব্যাট থেকে শেষ পাঁচ ইনিংসে ৩৭, ২, ১, ৪,১৯ রান এসেছে। সূত্রের খবর অনুযায়ী খারাপ প্রদর্শনীর জন্য আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা যাবে না এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যানকে, বদলে দেখা যাবে মুম্বইয়ের হার্ড হিটার ব্যাটসম্যান পৃথ্বীকে। আইপিএলে তিনি ৬৩ ম্যাচ খেলে ২৫.২১ গড় ও ১৪৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ১৫৮৮ রান, ভারতীয় দলে সুযোগ পেলে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠতে পারেন এই তরুণ ব্যাটসম্যান।

Read More: টিম ম্যানেজমেন্টের সুনজরে বলেই ব্যর্থ হয়েও সুযোগ পাচ্ছেন ঈশান কিষণ ? ট্যুইটারে জল্পনা বাড়ালেন নীতিশ রাণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *