Asia Cup 2025: গত এপ্রিলের ২২ তারিখ কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। প্রাণ হারান ২৬ জন। এই নারকীয় ঘটনার জবাবে ৭ মে ভোররাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনাবাহিনী। ক্ষেপনাস্ত্রের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি। পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলো পাক সেনা। কিন্তু সেই প্রচেষ্টা বিশেষ সফল হয় নি তাদের। ১০ মে অবধি চলা এই সীমান্ত সংঘর্ষের পর তলানিতে দুই দেশের সম্পর্ক। এই কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছিলো ক্রিকেটের মাঠেও। এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। বাংলাদেশের ঢাকায় এসিসি’র সভায় যোগ দিতেও একটা সময় অস্বীকার করেছিলো বিসিসিআই। তবে শেষমেশ গলেছে বরফ। সবুজ সংকেত মিলেছে এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রে।
Read More: TOP 5: গিল সহ এই ৫ কালপ্রিট যারা ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের নাক কাটচ্ছেন !!
টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা এসিসি’র-

সাধারণত পরবর্তী আইসিসি প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে স্থির করা হয় এশিয়া কাপের (Asia Cup) ফর্ম্যাট। এবারও অন্যথা হয় নি তার। ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই ২০২৫-এ এশিয়া কাপ’ও হবে কুড়ি-বিশের ফর্ম্যাটেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ফাইনাল রাখা হয়েছে ২৮ তারিখ। ২০২৩-এ শেষ যেবার এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজিত হয়েছিলো, সেবার অংশ নিয়েছিলো ছয়টি দেশ। এবার বাড়ছে দলের সংখ্যা। আইসিসি’র পাঁচ পূর্ণ সদস্য-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পাশাপাশি দেখা যাবে ২০২৪-এর এসিসি প্রিমিয়ার কাপ চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরশাহী, রানার্স-আপ ওমান ও তৃতীয় স্থানাধিকারী হং কং-কে। গত বার টুর্নামেন্টে অংশ নিয়েছিলো নেপাল। এবার প্রিমিয়ার কাপের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে হেরে ছিটকে গিয়েছে তারা।
এশিয়া কাপের (Asia Cup 2025) আটটি দল-কে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে। প্রথম গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী। দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, হং কং ও শ্রীলঙ্কা। প্রত্যেক গ্রুপের সেরা দু’টি দল জায়গা করে নেবে নক-আউট পর্বে। রাউন্ড রবিন পদ্ধতিতে বেছে নেওয়া হবে দুই ফাইনালিস্ট। আজ যে সূচি ঘোষণা করেছে এসিসি, তা অনুযায়ী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হং কং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ভারত প্রথম মাঠে নামছে ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। গ্রুপ পর্বের খেলা চলবে ১৯ তারিখ পর্যন্ত। ২০ তারিখ রয়েছে এক দিনের বিরতি। এরপর ২১ থেকে ২৬ অবধি শীর্ষ চারটি দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই। ২৮ তারিখ মিলবে টুর্নামেন্টের ফলাফল। এবার ১৮টি ম্যাচ হবে এশিয়া কাপে (Asia Cup 2025)।
দেখুন সম্পূর্ণ সূচি-
🚨 HERE IS THE FULL SCHEDULE OF ASIA CUP 2025 🚨 pic.twitter.com/YLYw0fLnM1
— Johns. (@CricCrazyJohns) July 26, 2025
তিন বার মুখোমুখি হবে ভারত-পাক ?

একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফে আজ এশিয়া কাপের যে সূচি ঘোষণা করা হয়েছে তা অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা উপমহাদেশের দুই হেভিওয়েটের। টুর্নামেন্টের যা ফর্ম্যাট তা অনুযায়ী শেষ চার পর্ব ও ফাইনালেও পরেও ভারত-পাক দ্বৈরথ দেখা যেতে পারে। সূচি ঘোষণা হলেও ম্যাচ শেষমেশ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পড়শি দেশের সাথে রাজনীতি ও কূটনীতির আঙিনায় সব সম্পর্ক আপাতত স্থগিত রেখেছে ভারত। সিন্ধু জলচুক্তি প্রথমবার স্থগিত রাখা হয়েছে। এমনকি নয়াদিল্লীর পাক দূতাবাসের উপরেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের সাথে কোনো রকম সম্পর্ক রক্ষা করা হবে কিনা সে সম্পর্কে কিছুই এখনও জানায় নি কেন্দ্রীয় সরকার। তাদের নির্দেশে শেষ মুহূর্তে টিম ইন্ডিয়াকে সরে দাঁড়াতে হয় কিনা সেদিকে এখন নজর সকলের।