১০ দিন আগেই বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, ভারত-পাক ম্যাচ ঘিরে তৈরি জল্পনা !! 1

অবশেষে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup 2025)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও বিভিন্ন কারণে ভারত থেকে এই টুর্নামেন্টটি স্থানান্তরিত করা হয়েছে আরব আমিরশাহিতে। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সূত্রের খবর, ৪ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া।

বদলে গেল এশিয়া কাপের সময় সূচি

acc-hopeful-about-hosting-asia-cup
Asia Cup | Image: Twitter

এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতীয় দলের দায়িত্বে থাকছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর ডেপুটি হিসাবে থাকবেন শুভমান গিল (Shubman Gill)। অন্যদিকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারত-পাকিস্তান ম্যাচের জন্য, যেটি সবসময়ই বাড়তি উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এরই মধ্যে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের সময়ের বদল হয়েছে। আগে নির্ধারিত ছিল প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। তবে হঠাৎ করেই বদলে গেল সময় সূচি। নতুন সূচি অনুযায়ী সব ম্যাচ শুরু হবে রাত ৮টা থেকে থেকে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খেলা গড়াবে।

Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!

টুর্নামেন্টের সব ম্যাচের সময় সূচি পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে একটি ম্যাচের সময়সূচি। স্থানীয় সময় বিকাল ৪টায় এবং ভারতীয় সময়ে বিকাল ৫টা ৩০ থেকে এই ম্যাচটি শুরু হবে। ম্যাচটি ওমান ও আমিরশাহীর মধ্যে খেলার কথা রয়েছে। তবে, এই ম্যাচটির সময়সূচি কেন পরিবর্তন করা হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে ক্রিকেট মহলের ধারণা, আমিরশাহির আবহাওয়ার কথা মাথায় রেখেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত-পাক ম্যাচের জন্য মুখিয়ে ভক্তরা

Ind vs pak, এশিয়া কাপ
IND vs PAK | Image: Getty Images

এবারের এশিয়া কাপে রয়েছে দুটি গ্রুপ। দুটি গ্রুপে রাখা হয়েছে চারটি করে দলকে। ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, আমিরশাহি ও ওমানকে। পাশাপশি, গ্রুপ ‘বি’-তে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে। গত বারের মতন এবারেও সুপার ফোরের নিয়মেই নক আউট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভারতীয় দল ইতিমধ্যেই দুর্দান্ত ছন্দে রয়েছে। সাম্প্রতিক সিরিজগুলোতে অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং তিলক ভার্মা (Tilak Varma) অসামান্য ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন। পাশাপশি, অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া তো (Hardik Pandya) তুলনাহীন। বোলিং বিভাগেও অভিজ্ঞতা ও তরুণ তারকাদের সমন্বয় ঘটেছে। তাই এবারের এশিয়া কাপে ভারত অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে নামছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Read Also: “লজ্জা থাকলে এইসব…” ভারত-পাকিস্তানের এশিয়া কাপের প্রমোতে সেহবাগ, ভক্তরা নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *