২০২৫ সালের এশিয়া কাপে নিজের ব্যাটিং ঝলক দিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টপ অর্ডারে তার আগ্রাসী ব্যাটিং, শট সিলেকশন আর ধারাবাহিক রান করার ক্ষমতা তাকে এক ঝটকায় ক্রিকেট বিশ্বে পরিচিত মুখ বানিয়ে তুলেছিল। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার এশিয়া কাপের মঞ্চে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে শিরোপা জেতার পিছনে বড় অবদান রেখেছিলেন অভিষেক। টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমানে নম্বর ওয়ান ব্যাটসম্যান হলেন তিনি।
এশিয়া কাপে রুদ্ধশ্বাস চন্দে ছিলেন অভিষেক

তাই ভক্তদের চোখে অভিষেক এখন শুধুই আশার প্রতীক। এবার ভারত এ দলে জায়গা দেওয়া হয়েছে এই তারকা খেলোয়াড়কে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ‘এ’-এর বিরুদ্ধে চলমান দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডেতে সেই অভিষেক শর্মা সম্পূর্ণরূপে ফর্ম হারিয়ে ফেলেছেন। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত ‘এ’ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিন, ভারতীয় এ দলের ইনিংসের সূচনা করার দায়িত্ব ছিল অভিষেক শর্মা (Abhishek Sharma) ও প্রভসিমরন সিংয়ের (Prabhsimran Singh) কাঁধে। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারেই ঘটে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার পেসার জ্যাক এডওয়ার্ডসের করা প্রথম বলেই ভুল করে বসেন অভিষেক। বল ব্যাটের কোণে লেগে সোজা চলে যায় ফিল্ডারের হাতে। ক্যাচটি নেন উইল সাদারল্যান্ড। প্রথম বলেই খাতা না খুলে গোল্ডেন ডাক অবস্থায় প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এশিয়া কাপের মঞ্চে দুরন্ত ব্যাটিং করেছিলেন অভিষেক।
Read More: “সরকারি চেকও বাউন্স?” আজমলের বোমা ফাটানো দাবি ভাইরাল, পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক !!
প্রথম ম্যাচে হতাশ করেছেন অভিষেক

তবে অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে এভাবে তিনি উইকেট হারাতে অনেক ভক্ত হতাশ হয়েছেন। যে ব্যাটসম্যান কিছুদিন আগেই এশিয়া কাপে প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করেছিলেন, তিনি এখানে প্রথম বলেই ব্যর্থ। ফলে দর্শকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। শুধু, অভিষেক নয় ব্যার্থ হয়েছেন প্রভসীমারান সিংও। তিনি ১ রান বানিয়েই হারান নিজের উইকেট। ভারতের হয়ে অসাধারণ ৯৪ রানের ইনিংস খেলেছিলেন এশিয়া কাপ ফাইনালের হিরো তিলক ভার্মা। ৫৪ বলে ৫৮ বানান রিয়ান পরাগ। ভারত এ দল নির্ধারিত ৫০ ওভারের আগেই অলআউট হয়ে যায়। ভারত এ দল, ৪৫.৫ ওভারে ১০ উইকেটে ২৪৬ রান বানান।