সদ্য টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma)। অভিষেক শর্মার নাম এবার শিরোনামে উঠে এসেছে। আসলে, ক্রিকেট এবং গ্ল্যামার একে অপরের সাথে সংযুক্ত। বলিউড নায়িকাদের পর এখন সুপারমডেল দের নাম খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই পর্বে, ইনস্টাগ্রাম-খ্যাত লায়লা ফয়সাল আজকাল খবরের শিরোনামে রয়েছেন। টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা হয়ে উঠেছেন সেই লায়লার মজনু। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেকের প্রশংসা করা থেকে শুরু করে দুজনকে বেশ কয়েকবার একে অপরের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন অভিষেক

সূত্রের দাবি, অভিষেক শর্মাকে (Abhishek Sharma) প্রায়ই নতুন দিল্লিতে অনুষ্ঠিত অনেক অনুষ্ঠানে লায়লা ফয়সালের সাথে দেখা গিয়েছে। এর আগে, অবশ্য ইন্টারনেট সেনসেশন দিয়া মেহতার সঙ্গেই নাম জড়িয়েছিল অভিষেকের। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অভিষেকের নাম এক মডেলের আত্মহত্যার পর জড়িয়ে পড়েছিল। ২৮ বছর বয়সী মডেল তানিয়া সিংয়ের মৃত্যুর পর সুরাট পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়ে ছিল। বিষয়টি ধামাচাপা পড়তেই অভিষেককে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। আইপিএলে বেশ ভালো ছন্দ দেখিয়েছিলেন অভিষেক। তার আগে ভারতের জার্সিতে ইংল্যান্ড সিরিজে অসাধারণ ব্যাটিং চালিয়েছিলেন অভিষেক। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিলেন অভিষেক। আর ইংল্যান্ড সিরিজ চলাকালীন প্রথম এই সুন্দরীর সাথে নাম জড়িয়েছিলো অভিষেকের। জানা গিয়েছে, বছর ২৪ এর এই তরুণী পেশায় একজন ফ্যাশান ডিজাইনার। তাঁর Linkedin প্রোফাইল অনুযায়ী, তিনি দিল্লি পাবলিক স্কুল থেকে পাশ করেছেন এবং উচ্চশিক্ষার জন্য বিলেতে পাড়ি দিয়েছিলেন। তাছাড়া, সাইকোলজি নিয়ে লন্ডনের কিংস কলেজ থেকে গ্রাজুয়েট হয়েছেন। এরপর, লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশান ডিজাইনিং ও মার্কেটিং অ্যান্ড স্টাইলিং নিয়ে নানা প্রশিক্ষণ নিয়েছিলেন এই লায়লা।
Read More: শুরু হয়ে গেলো সানিয়া মির্জার বিয়ের প্রস্তুতি, আইবুড়ো ভাতের মেনুতে বাঙালি খাবারের সুস্বাদু পদ !!
প্রেমে পড়েছেন অভিষেক

কাশ্মীরি বংশোদ্ভূত লায়লা ফয়সাল কিংস কলেজ লন্ডনের প্রাক্তন ছাত্রী এবং একটি বিলাসবহুল ব্র্যান্ডের মালকিন যিনি ভারতীয় ঐতিহ্যকে আধুনিকভাবে উপস্থাপন করে। লায়লা ডিপিএস আরকে পুরম থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন এবং তারপর কিংস কলেজ লন্ডন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং এবং ডিজাইনে বিশেষজ্ঞ হন, যা তার ব্র্যান্ডকে বিশ্বব্যাপী স্পর্শ দেয়। তিনি কেবল একজন ফ্যাশন ডিজাইনারই নন, বরং একজন স্টাইল আইকন এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। আসলে ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে যে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হয়েছিল সেখানে ৩৭ বলে শতরান এসেছিল অভিষেকের ব্যাট থেকে। সেসময় লায়লা ইন্সটাগ্রাম স্টোরিতে অভিষেকের ছবি শেয়ার করেক্যাপশনে লিখেছিলেন ‘প্রাউড’! আর তার পর থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে শুনতে পাওয়া যাচ্ছে।