এশিয়া কাপের (Asia Cup 2025) ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় দল সেরা একাদশ নিয়ে আজ পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে মাঠে নেমেছে। সুপার ফোরের লড়াইয়ে দুরন্ত জয় দিয়ে যাত্রা শুরু করতে চাইছে তারা। প্রথমে টসে জিতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বোলিং করার সিদ্ধান্ত নেন। গ্রুপ পর্বে পাক বাহিনীদের ব্লু ব্রিগেডরা প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে বেঁধে ফেলেছিল। কিন্তু আজ প্রথম থেকেই সালমান আলী আঘার (Salman Ali Agha) দল চাপ সৃষ্টি করতে থাকে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যোগ্য জবাব দেয় ভারত। পাকিস্তানকে মুখেও তীব্র ভাষায় জবাব দিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
Read More: “এক্ষুনি ডিলিট করো…” ভাইরাল গৌতম গম্ভীরের পার্সোনাল ভিডিও, সরাতে দিলেন হুমকি !!
অভিষেকের যোগ্য জবাব-

ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই বিভিন্ন কারণে চর্চার মাধ্যে ছিল। সাম্প্রতিক দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠেও এসে পড়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডরা পাকিস্তানের ক্রিকেটারদের বিপক্ষে কোনোরকম সৌজন্য দেখাননি। যা নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়। হ্যান্ডশেক বিতর্কের পরে আজ সুপার ৪’এর লড়াইয়েও ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ক্রিকেটারদের উত্তপ্ত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পরতে দেখা যাচ্ছে।
আজ পাকিস্তান ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) তিনি নিজের ছন্দেই ব্যাটিং শুরু করেন। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই শাহীন আফ্রিদির (Shahid Afridi) করা বলে বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের বার্তা স্পষ্ট করে দেন। এই ওভার বাউন্ডারি মারার পরেই তাকে আফ্রিদির উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায় না। সেটা সম্ভবত, “চল গিয়ে বল কর।” বলতে চেয়েছেন বলে সোশ্যাল মিডিয়া ভক্তরা উল্লেখ করছেন। এর সঙ্গেই বোঝা যাচ্ছে যে অভিষেক কিছু গালাগালিও করেন।
দেখুন সেই ভিডিওটি-
https://twitter.com/ParvejA66959722/status/1969818492049440840?t=TaxTMzBD7GXn_6nJHg3rbA&s=19
অভিষেকের বিধ্বংসী ইনিংস-

আজ প্রথম ইনিংসের প্রথমদিকে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর ফলে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেন এই তারকা। শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে ওপেনিং করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা দুজনে মিলে ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। অভিষেক একাই ৩৯ বলে গড়েন ৭৪ রান।
তার ব্যাট থেকে এসেছে ৬ টি চার এবং ৫ টি ছয়। এর সঙ্গেই গিলের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৭ রান। তিনি হাঁকান ৮ টি চার। তবে গুরুত্বপূর্ণ সময় ৩ নম্বরে ব্যাট করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ হন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অধিনায়ক ৩ বলে শূন্য রান করে মাঠ ছাড়েন। তবে শেষে তিলক বর্মার (Tilak Varma) অপরাজিত ১৯ বলে ৩০ রানে ভর করে ৬ উইকেটে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে ভারত।