IPL-এ ব্যার্থ অভিষেক শর্মা, পার্সোনাল জীবনে পেলেন সুন্দরী হট গার্লফ্রেন্ড !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) ১৮তম মৌসুমের মঞ্চ। গতকাল বিধ্বংসী দল সানরাইজার্স হায়দ্রাবাদকে নাস্তানাবুদ করে মৌসুমের দ্বিতীয় জয় সুনিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস (DC)। দিল্লির বিরুদ্ধে চললো না স্টার ব্যাটসম্যান অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাট। আগ্রাসী মেজাজে ব্যাটিং করা অভিষেক এই মৌসুমে ৩ ম্যাচে মাত্র ৩১ রান বানিয়েছেন। তবে এই আগ্রাসী ব্যাটসম্যান তাঁর খেলা নিয়ে যেমন আলোচনায় উঠে এসেছেন, তেমনই স্টাইলিশ তরুণের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের অন্ত নেই। ২২ গজে রাজত্ব করা অভিষেকের মন কেড়ে নিয়েছেন এক সুন্দরী।অভিষেক ও সেই সুন্দরীর ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা আরও বেড়ে গিয়েছে।

খবরের শিরোনামে উঠে এসেছেন অভিষেক শর্মা

Abhishek Sharma
Abhishek Sharma | Image: Twitter

আইপিএলের আগে ইংল্যান্ড সিরিজে দুরন্ত ব্যাটিং করেছিলেন অভিষেক। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের জার্সিতে এই ফরম্যাটে হাঁকানো সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। আর ইংল্যান্ড সিরিজ চলাকালীন প্রথম এই সুন্দরীর সাথে নাম জড়িয়েছিলো অভিষেকের। প্রসঙ্গত, বছর ২৪ এর অভিষেকের নাম জড়িয়েছে লায়লা ফয়সলের সঙ্গে। নেটিজেনদের ধারণা অভিষেকের সঙ্গে ডেটিং করছেন এই তরুণী। জানা গিয়েছে, বছর ২৪ এর এই তরুণী পেশায় একজন ফ্যাশান ডিজাইনার। তাঁর Linkedin প্রোফাইল অনুযায়ী, তিনি দিল্লি পাবলিক স্কুলে  পড়াশুনা করেছেন। এরপর, উচ্চশিক্ষার জন্য বিলেতে পাড়ি দিয়েছিলেন। সাইকোলজি নিয়ে লন্ডনের কিংস কলেজ থেকে গ্রাজুয়েট হয়েছেন।

Read More: IPL 2025: ওয়াংখেড়েতে KKR বনাম MI’এর মহারণ, মেগা অনুষ্ঠানে উত্তাপ বাড়াবেন এই লাস্যময়ী অভিনেত্রী !!

এমনকি, লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশান ডিজাইনিং ও মার্কেটিং অ্যান্ড স্টাইলিং নিয়ে নানা প্রশিক্ষণ নিয়েছিলেন এই লায়লা। ২০২২ সালে নিজের সংস্থাও খুলেছিলেন তিনি। আসলে, মহিলাদের পোশাক তৈরি করেন তিনি ও তার সংস্থা। ইন্সটাগ্রামে প্রায় ৪০ হাজারের বেশি অনুগামী রয়েছে তাঁর, যদিও প্রোফাইল করে রেখেছেন প্রাইভেট।

প্রেমে পড়েছেন অভিষেক

Abhishek Sharma
Laila Faisal and Abhishek Sharma | Image: Twitter

আসলে, অভিষেকের সঙ্গে লায়লার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যা নিয়ে দুজনের সম্পর্কের জল্পনা বেড়ে গিয়েছে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। লায়লার এক কান্ড নেটিজেনদের মধ্যে কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। আসলে ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে যে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হয়েছিল সেখানে ৩৭ বলে শতরান এসেছিল অভিষেকের ব্যাট থেকে। লায়লা ইন্সটাগ্রাম স্টোরিতে অভিষেকের ছবি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন ‘প্রাউড’! আইপিএলের মঞ্চে আপাতত ছন্দ পতন দেখা গিয়েছে অভিষেকের থেকে, সানরাইজার্স হায়দ্রাবাদ দলের এই ওপেনার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইসার্সের বিরুদ্ধে নিজের হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন।

Read Also: Abhishek Sharma: “দুই দিনেই দৌড় শেষ…” ফের ব্যর্থ অভিষেক শর্মা, জুটলো নেটজনতার তীব্র কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *