আইপিএল (IPL 2025) সহ বিভিন্ন ঘরোয়া ক্রিকেট থেকে প্রতি বছর জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য অসংখ্য ক্রিকেটার লড়াই চালান। সাম্প্রতিক সময় অসংখ্য তরুণ প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে জায়গা পেয়েছেন। চলতি এশিয়া কাপেও (Asia Cup 2025) নজর কেড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মার (Tilak Varma) মতো তারকা। এই ক্রিকেটারদের ওপর ভরসা করে রবিবার ভারতীয় দল পাকিস্তানের (India vs Pakistan Final Match) বিপক্ষে ফাইনালে মাঠে নামবে। তবে তার আগেই ব্লু ব্রিগেডদের চোট সমস্যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। অতিরিক্ত আগ্রাসী হওয়ার কারণেই এবার ক্রিকেট ক্যারিয়ার বিপদের মুখে পড়েছে অভিষেক শর্মার (Abhishek Sharma)।
Read More: TOP 3: রবিবারের লড়াইতে এগিয়ে পাকিস্তান, এই তিন কারণে বাজিমাত করতে পারেন শাহীন-হারিস’রা !!
চোটের মুখে অভিষেক-

ভারত সহ বিশ্বের তরুণ বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক শর্মা (Abhishek Sharma) নিজের পরিচয় তৈরি করেছেন। যুবরাজ সিং‘য়ের (Yuvraj Singh) তত্ত্বাবধানে তিনি নিজেকে তৈরি করেছেন। ফলে এই তরুণ ক্রিকেটারও ছয় বলে ছ’টি ছক্কা হাঁকাতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রীতিমতো চমক দিয়েছেন অভিষেক।
সুপার ৪’এর ৩ টি ম্যাচেই হাঁকিয়েছেন দুরন্ত ৩ টি অর্ধশতরান। পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন। এরপর বাংলাদেশের বিপক্ষে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করেন। এখনও পর্যন্ত ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩০৯ রান। ফলে তিনি বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। কিন্তু এই সবের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন পেশিতে চোট পান অভিষেক শর্মা। পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
বিপদের মুখে ক্যারিয়ার-

এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এর শেষ ম্যাচের পর ভারতীয় বোলিং কোচ মর্নে মর্কেল (Morne Morkel) সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক শর্মার চোট নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তার আগ্রাসী ব্যাটিং’এর জন্য চোট সমস্যার মধ্যে ভবিষ্যতেও পড়তে হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই কারণে ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করলেও জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন এই তারকা ব্যাটসম্যান। বর্তমান ক্রিকেটে ধারাবাহিকভাবে ম্যাচের চাপও ক্রিকেটারদের চোটের অন্যতম কারণ হয়ে উঠেছে।
যদি অভিষেক এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে না উঠতে পারেন তাহলে তার ক্রিকেট ক্যারিয়ার প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারবে বলেই জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। অন্যদিকে এই তারকা ব্যাটসম্যান যদি চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যান তাহলে ভারতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং প্রিয়াংশ আর্যের (Priyansh Arya) মতো তারকাদের ওপেনার হিসেবে দেখতে পাওয়া যেতে পারে। দুজনে এই বছর আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন।